ইউক্রেন থেকে দ্রুত ফেরানো হোক ভারতীয়দের, টুইটারে আর্জি মমতার
Connect with us

বাংলার খবর

ইউক্রেন থেকে দ্রুত ফেরানো হোক ভারতীয়দের, টুইটারে আর্জি মমতার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইউক্রেনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রচুর ছাত্র-ছাত্রী এখনো ইউক্রেনে আটকে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন আরও বেশি করে বিমান পাঠিয়ে দ্রুততার সঙ্গে উদ্ধার করা হোক ভারতীয় নাগরিক ও ছাত্র-ছাত্রীদের।

এদিকে নয়দিন হতে চলল অব্যাহত যুদ্ধ। চলছে টানা গোলা বর্ষণ। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। প্রতিমুহুর্তে আতঙ্কের প্রহর গুণছেন সেদেশে আটকে থাকা ভারতীয়রা। আর এরই মধ্যে কিভ সীমান্তে আসার পথে মাঝ আকাশে গুলিবিদ্ধ হলেন এক ভারতীয় পড়ুয়া হরজ্যোৎ সিং । দেশে ফেরার আগেই চিকিৎসার জন্য আক্রান্ত ওই ছাত্রকে ফের ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে ক্রমশ যুদ্ধের ঝাঁঝ বাড়াচ্ছে রাশিয়া। প্রতিরোধের চেষ্টাও চালাচ্ছে ইউক্রেন। ইতিমধ্যে যুদ্ধ বিধ্বস্ত এই দেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেন,জার্মানি ও ফ্রান্স। শুধু তাই নয়, জানা গিয়েছে আক্রান্ত ওই ছাত্রের হাতে-পায়ে এবং বুকে গুলি লাগে। এরপরই মাঝ আকাশ থেকে তাঁকে ভারতীয় দূতাবাসের তরফে ফিরিয়ে আনা হয় এবং কিভের হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

এদিকে ইউক্রেন থেকে ফিরে আসা ছাত্ররা শোনালেন যুদ্ধের গল্প। বাড়ি ফিরেও আতঙ্ক যেন কিছুতেই কাটছে না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে কালো ধোঁয়া, গোলাগুলি বর্ষণের ছবি। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। টানা একসপ্তাহ ধরে উত্তপ্ত দুই দেশ। বিফলে গিয়েছে শান্তি চুক্তি।

হঠাৎ করে যুদ্ধ শুরু হওয়ায় ইউক্রেনে পাঠরত বহু ভারতীয় শিক্ষার্থী আটকা পড়ে যায়। যাদের মধ্যে ছিলেন শিলিগুড়িরও কয়েকজন পড়ুয়াও। অন্যান্যদের সঙ্গে ভারতীয়দের দেশে ফেরাতে অবশেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে ৬ ঘন্টার যুদ্ধ বিরতি ঘোষণা করেন পুতিন সরকার। সেই মতো শুক্রবার দেশে ফিরলেন একাধিক ভারতীয় নাগরিক। তাদের মধ্যে রয়েছেন শিলিগুড়ির বাসিন্দা অরবিন্দ ছেত্রী, কমলাকান্ত শাহ, এবং তানিশা রায়। এদিন তাঁরা বাগডোগরা বিমানবন্দরে নামেন। অন্যদিকে, বায়ুসেনার বিমান দেশের মাটি ছুঁতেই পড়ুয়াদের তেরেঙ্গা নেড়ে স্বাগত জানানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে।

Advertisement