বাংলার খবর
দোষীরা কেউ ছাড় পাবে না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রামপুরহাটের ঘটনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের রামপুরহাট থানার বগটুই এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধানের দায়িত্বে থাকা ভাদু শেখের উপর হামলা এবং খুনের ঘটনায় দুষ্কৃতীদের কাউকে রেয়াত করা হবে না বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার নেতাজি ইন্ডোরে বিধবা ভাতা প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”অ্যাকশন নেওয়ার সময় আমরা কালার দেখি না। রামপুরহাটের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” এছাড়াও এদিন তিনি বলেন,” রাজ্যের বদনাম করার চেষ্টা হচ্ছে।”উত্তরপ্রদেশে এর চেয়ে ঢের বেশি ঘটনা ঘটে। আমি CPM-BJP এর মতোন চক্রান্ত পার্টি করি না। আমি একটিই পার্টি করি সেটা হল মা-মাটি মানুষের পার্টি। আমরা সবসময় মানুষের উন্নয়নের কথা ভাবি। মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি।” এছাড়াও তিনি নীল-সাদা স্কুল ড্রেস বিতর্ক নিয়েও মুখ খুলেছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দোষীদের কড়া শাস্তির আশ্বাস
স্কুল ড্রেসের মামলা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ”দিল্লি বা অন্য রাজ্য হলে পার্টি তো নিজেদের ছবিই লাগিয়ে দিতো। আমরা তো বিশ্ববাংলা লোগো লাগাচ্ছি। এটা তো কোনও দলের লোগো নয়। এটা হল রাজ্যের লোগো। আমরা যে বাংলার অধিবাসী তা সকলকে জানানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়ে রাজনীতির রঙ চড়াচ্ছে বিরোধিরা।”
অন্যদিকে বুধবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপির প্রতিনিধি দল। তাঁরা এদিন ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানা গিয়েছে। যদিও ঘটনাস্থলের আগে রয়েছে পুলিশি ব্যারিকেড। এদিকে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু মোট আটজনের।
আরও পড়ুন: রামপুরহাট হত্যালীলায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টে
মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হল হাইকোর্টে। এই ঘটনাটিকে বর্বোরচিত আখ্যা দিয়ে হত্যালীলার সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।