দেশের খবর
ইউক্রেনে আটকে পড়ুয়ারা, সভা করছেন মোদি, তোপ মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবারই বারাণসী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশে প্রচারে বেরোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই প্রচার সভা থেকেই বিজেপি (BJP)কে কড়া ভাষায় তোপ দাগেন তিনি।
এদিন অখিলেশের সভায় প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রী বলেন, ”বিজেপি ভয় পেয়েছে বলেই বারাণসীতে এভাবে আমাকে আটকানো হল। ইউক্রেনে ভারতীয় পড়ুয়ারা এখনও আটকে রয়েছেন আর উনি সভা করে বেড়াচ্ছেন।” এছাড়াও তিনি এদিন অখিলেশ যাদবের সভা থেকে লখিমপুরের কৃষক মৃত্যুর ঘটনা সহ করোনার সময় উত্তরপ্রদেশের গঙ্গায় মৃতদের লাশ ভেসে ওঠা নিয়েও যোগী এবং কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করেন।
তিনি আরও বলেন, ”বুধবার আমার গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। তবুও আমি কিছু বলিনি। বারাণসীর এই ঘটনা প্রমাণ করে দেয় বিজেপি বুঝে গিয়েছে তাঁরা সাফ হয়ে গিয়েছে। এবারে পুরোপুরি বিদায় নেবে বিজেপি।” এছাড়াও যোগী প্রশাসনের পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকেও তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সভা থেকে তিনি বলেন, ”আচ্ছে দিনের নামে সব বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট নেওয়ার সময় শুধু বড়বড় কথা। ভোট মিটলেই সব হাওয়া। ভোটের আগে সবার অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু এখনও সেই টাকা আসেনি নাগরিকদের অ্যাকাউন্টে।