'সবেতেই তৃণমূলের দোষ খোঁজা হয়', পোষাক বিতর্কে দাবি মমতার
Connect with us

বাংলার খবর

‘সবেতেই তৃণমূলের দোষ খোঁজা হয়’, পোষাক বিতর্কে দাবি মমতার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুল পোষাক বিতর্কে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোরে আয়োজিত রাজ্য সরকারের নতুন বিধবাভাতা প্রদানের অনুষ্ঠাণে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের একহাত নেন।

এদিন তিনি বলেন, ”সবেতেই তৃণমূলের দোষ খোঁজে কিছু লোক। বিশ্ববাংলা লোগোকে তৃণমূলের লোগে বলে চালিয়ে আদালতে মামলা করা হয়েছে। দিল্লি সরকার হলে তো নিজেদের ছবিই লাগিয়ে দিতো। সবকিছুতেই রাজনীতি খোঁজা হচ্ছে। আমরা তো বিশ্ববাংলা লোগো লাগাচ্ছি। এটা তো কোনও দলের লোগো নয়। এটা হল রাজ্যের লোগো। আমরা যে বাংলার অধিবাসী তা সকলকে জানানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়ে রাজনীতির রঙ চরাচ্ছে বিরোধিরা।” এছাড়াও এদিন তিনি গোটা ঘটনায় বিরোধীদের ‘রাম বাম-শ্যামের’ দল বলেও খোঁচা দিয়ে কটাক্ষ করেছেন।

আরও পড়ুন: বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দোষীদের কড়া শাস্তির আশ্বাস

Advertisement

অন্যদিকে, সোমবার রাতের পর থেকেই থমথমে বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রাম। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু মোট আটজনের। মর্মান্তিক এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বুধবার নেতাজি ইন্ডোরে বিধবা ভাতা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামপুরহাটের ঘটনায় বিরোধিদের একহাট নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সিট প্রমাণ নষ্ট করতে পারে আশঙ্কা মহম্মদ সেলিমের

এদিন নেতাজি ইন্ডোর থেকে বৃহস্পতিবারই রামপুরহাটের ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনি আরও বলেন, ”ভেবেছিলাম আজ যাব। কিন্তু কিছু দল আজ ল্যাংচা খেতে খেতে বীরভূম যাচ্ছে। কারও সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে চাই না। তাই আজ গেলাম না। কাল বীরভূম যাবো। আমরা সবাইকে সব জায়গায় যেতে দিই। অ্যাকশন নিতে আমরা কালার দেখি না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। রামপুরহাটের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

Advertisement