রাজনীতি
রামপুরহাট হত্যাকাণ্ড BJP-এর বড় ষড়যন্ত্র : মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে বগটুই হত্যাকাণ্ড। মর্মান্তিক এই হত্যালীলার তদন্তভার ইতিমধ্যেই CBI-এর হাতে তুলে দিয়েছে Calcutta High Court। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার হাতে। এবার এই বগটুই হত্যাকাণ্ডে তৃণমূলের উপ প্রধান খুনে আরও ৩ জনকে গ্রেফতার করা হল। বুধবারই তাদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
এদিকে উত্তরবঙ্গ সফরে গিয়ে রামপুরহাট ইস্যু নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,”রামপুরহাট কাণ্ডে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে BJP। বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করবে,দুর্বল করবে। রিপোর্টে তৃণমূলের জেলা সভাপতির নাম উল্লেখ করা হয়েছে। বিজেপির আচরণের নিন্দা করছি। নাড্ডাকে BJP-এর দেওয়া রিপোর্ট নিন্দনীয়।” তিনি আরও বলেন,’ তদন্ত নিরপেক্ষ হওয়া উচিত। রাজ্যসরকার তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।” এছাড়াও CBI তদন্ত শেষ হওয়ার আগে কীভাবে রিপোর্ট পেশ করা হল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে, বগটুই হত্যাকাণ্ড নিয়ে সবদিক খতিয়ে JP Nadda-কে বুধবার রিপোর্ট পেশ করল BJPএর কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুধু তাই নয়, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদের দেওয়া ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ‘মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ রাজ্যসরকার।” শুধু তাই নয়, মর্মান্তিক এই হত্যালীলায় বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করা হয়েছে। ঘটনার দিন রাতে ঠিক কি হয়েছিল তা জানতে দমকল আধিকারিক এবং পুলিশ কর্মীদের তলব করল CBI।
আরও পড়ুন: তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনে গ্রেফতার আরও ৩
প্রসঙ্গত, রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। এদিন দার্জিলিং যাওয়ার আগে শিলিগুড়ির উত্তরা ময়দান থেকে কেন্দ্রের একের পর এক নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হন তিনি। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের প্রসঙ্গ।
এদিন বগটুই হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”কী সিপিএমের নেতারা? গালগুলো লাল টুকটুকে হয়েছে? কী কংগ্রেস নেতারা? কাশ্মীরে শ্রমিকরা খুন হয়েছে? আর এখানে খুন হয়েছে তৃণণূল নেতা। আগুন লাগল যাদের বাড়িতে, তারাও তৃণমূল। আর তৃণমূলকেই গালি দেওয়া হচ্ছে। তা হলেই বুঝুন, হাত, মাথা, পা সবই আমাদের কাটা গেল। হ্যাঁ, পুলিশের ভুল ছিল। খুনের পর ওদের আশঙ্কা করা উচিত ছিল কিছু একটা হতে পারে। তাই ব্যবস্থাও নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: কংগ্রেস কর্মীর উপর পিস্তল নিয়ে হামলা, অভিযোগের তির শাসক শিবিরের বিরুদ্ধে
অন্যদিকে এদিন তিনি শিলিগুড়ির সভামঞ্চে দাঁড়িয়ে বলেন, ”রাজ্যের যে কোনও প্রান্তে অশান্তি গণ্ডগোল বাঁধলে ‘দিদিকে বলো’র মতো আরও একটি নতুন হেল্পলাইন চালু করা হবে। কোথাও কোনও অশান্তি হলে এবং পুলিশ দ্রুত পদক্ষেপ না করলে ওই হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।”