বাংলার খবর
রামপুরহাট হত্যাকাণ্ডে রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রামপুরহাট হত্যাকান্ড নিয়ে এবার রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর। রামপুরহাটের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার সেই বিতর্কে ঢুকে পড়লেন রাজ্যপাল। যারফলে রাজ্য এবং রাজ্যপাল বিতর্কে নতুন মাত্রা যোগ হল।
বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। এরপর উত্তেজিত জনতা কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সেই আগুনে পুড়ে শিশু সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর পরেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই ঘটনাকে উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপরই রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”সাংবিধানিক প্রধানের পদে থেকে এই রকম দায়িত্বহীন মন্তব্য করা ঠিক নয়।”
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিজেপি শাসিত অন্য রাজ্যেও অনেক হিংসার ঘটনা ঘটে তখন রাজ্যপাল নীরব থাকেন।” যদিও এই ঘটনার পর সিট গঠন করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও রাজ্যপাল বলেন, ”রামপুরহাটে শিশু সহ ৮ জন আগুনে পুড়ে মারা গেল। আর আমি কি রাজভবনে চুপ থাকতে পারি।”
আরও পড়ুন: সমকামী প্রেমকে স্বীকৃতি দিতে প্রেমিকার বাড়িতে তরুণী
রামপুরহাটের ঘটনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের রামপুরহাট থানার বগটুই এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধানের দায়িত্বে থাকা ভাদু শেখের উপর হামলা এবং খুনের ঘটনায় দুষ্কৃতীদের কাউকে রেয়াত করা হবে না বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: দোষীরা কেউ ছাড় পাবে না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর
বুধবার নেতাজি ইন্ডোরে বিধবা ভাতা প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”অ্যাকশন নেওয়ার সময় আমরা কালার দেখি না। রামপুরহাটের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” এছাড়াও এদিন তিনি বলেন,” রাজ্যের বদনাম করার চেষ্টা হচ্ছে।”উত্তরপ্রদেশে এর চেয়ে ঢের বেশি ঘটনা ঘটে। আমি CPM-BJP এর মতোন চক্রান্ত পার্টি করি না। আমি একটিই পার্টি করি সেটা হল মা-মাটি মানুষের পার্টি। আমরা সবসময় মানুষের উন্নয়নের কথা ভাবি। মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি।” এছাড়াও তিনি নীল-সাদা স্কুল ড্রেস বিতর্ক নিয়েও মুখ খুলেছে।