বাংলার খবর
GST বাবদ প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, মমতার নিশানায় মোদি সরকার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লাগাতার বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের দাম। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। অর্থনীতির জটিল এই পরিস্থিতিতে ফের কেন্দ্রকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বৃহস্পতিবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠকে ক্রমাগত পেটড়ল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
পাশাপাশি রাজ্যে যেভাবে পেট্রোপণ্যের (Petrol Diesel Price) সঙ্গে শাকসবজিরও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে কিছুটা সুরাহার পথ বাতলে দিলেন তিনি। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, খোলা বাজারের তুলনায় ২০ টাকার মধ্যেই কেজি দরে আলু-পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা। সেইসঙ্গে সুফল বাংলার স্টলে কী-কী জিনিস পাওয়া যাচ্ছে সেই নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেন, ”সবকিছুতেই সেস লাগিয়ে দিচ্ছে কেন্দ্র। টোল ট্যাক্স দিচ্ছে না। যারফলে রাজ্যের হাতে কিছুই থাকছে না। পাঁচ রাজ্যে নির্বাচনের পর রিটার্ন গিফট এটা। ১৭ দিনে ১৪ বার জ্বালানির দাম বেড়েছে। ১৭ দিনে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ১০.০৪ টাকা। বেড়েছে গ্যাসের দামও। জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে রান্নাঘরে আগুন জ্বলছে। তবুও কেন্দ্রের সরকার এর কিছু করছে না।”
আরও পড়ুন: ফি বিতর্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল, কপালে চিন্তার ভাঁজ পড়ুয়াদের
তিনি আরও বলেন, ”রাজ্যের (West Bengal) অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আগামী দিনে কর্মচারীদের বেতন কীভাবে দেওয়া হবে তা নিয়েও রয়েছে সংশয়। কেন্দ্র নেতামন্ত্রীদের পিছনে CBI লাগিয়ে দিচ্ছে। কেন্দ্রের উচিত বিভিন্ন বাজারগুলিতে গিয়ে নজরদারি চালানো। কেউ কোথাও বেশি দামে জিনিস বিক্রি করছে কি না সেগুলো ধরা। কিন্তু তা না করে GST বাবদ প্রাপ্য টাকা দিচ্ছে না। অন্য রাজ্যগুলিতেও কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে GST বাবদ টাকা। আশাকরি সেই টাকা কেন্দ্র দ্রুত মিটিয়ে দেবে। কেন্দ্রীয় বিজেপি সরকার পরিকল্পিত দুর্যোগ তৈরি করছে। মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। বেড়েছে ওষুধের দাম। ৮০০ জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে।”
আরও পড়ুন: মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নির্ধারিত সময়ের আগেই মুলতুবি সংসদের অধিবেশন
এছাড়াও এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী টোল ট্যাক্স নেওয়া বন্ধ করা হোক এবং কেন্দ্রের কাছে সব রাজ্যের GST-এর ক্ষতিপূরণের মেয়াদ বাড়ানো ও প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।