বাংলার খবর
পরীক্ষার জন্য পিচ্ছোচ্ছে না ভোট, উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সকাল থেকেই জল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সব জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল এবং বালিগঞ্জ এই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য রদবদল করা হল উচ্চমাধ্যমিকের সময়সূচির। আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ২ এপ্রিল প্রথম ভাষা বাংলা পরীক্ষা হবে। ৪ এপ্রিল দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা এবং ৫ এপ্রিল ভোকেশনাল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও তারপরে এই দুই কেন্দ্রে উপনির্বাচন এবং সরকারি ছুটি থাকায় ফের ১৬ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। ভোটের কাজের জন্য মাঝে ১১ দিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে নবান্ন থেকে। শুধু তাই নয়, ২০২২ সালের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল এবং শেষ হচ্ছে আগামী ২৭ এপ্রিল। এবছর মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৩৯ হাজারেরও বেশি। করোনার কারণে গত দু’বছর কোনও পরীক্ষা নেওয়া হয়নি। অন্যদিকে ২১ এপ্রিল জয়েন্ট এবং ২৪-২৫ এপ্রিল জয়েন্ট পরীক্ষা থাকায় এই তিন দিন কোনও পরীক্ষা নেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল কমিশন, সম্ভাবনা রয়েছে উচ্চমাধ্যমিকের সময়সূচি বদলের
এদিকে এবছর পরীক্ষার সময়সূচি পর্ষদের তরফে দেওয়া হলেও বিভিন্ন কারণে এর আগেও রদবদল আনা হয়েছিল এই পরীক্ষার রুটিনে। যদিও বারবার এভাবে পরীক্ষার সময়সূচি বদল করায় পড়ুয়াদের কাছে এদিন সাংবাদিক বৈঠক থেকেই ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ”স্থানীয় ভোটকে গুরুত্ব দেয় না কমিশন। বিজেপির কথায় ভোট হয়। তার মানে বিজেপি যেদিন চাইবে সেদিন ভোট হবে। উপনির্বাচনের সঙ্গে স্কুলে ভোট আর পরীক্ষা দুটো একসঙ্গে কি করে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।”
আরও পড়ুন: রাত পোহালেই দোল, শিশুদের মন জিততে বাজার মাত করছে ‘পুষ্পা’ পিচকারী
মুখ্যমন্ত্রী আরও বলেন, ” পরীক্ষার সময়ে ভোটের প্রচারে ছেলেমেয়েদের অসুবিধা হয়। এটা মাথায় রাখা উচিত। যদিও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় এই দুই কেন্দ্রেও নির্বাচন করিয়ে নিতে পারত। শুধু তাই নয়, বালিগঞ্জের সঙ্গে মানিকতলাতেও ভোট করিয়ে নেওয়া যেত।”
এক নজরে দেখে নিন ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি
২.৪.২০২২ শনিবার- বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওডিশা, গুজরাটি, পাঞ্জাবি
৪.৪.২০২২ সোমবার- ইংরেজি, বাংলা, নেপালি, হিন্দি
৫.৪.২০২২ মঙ্গলবার- হেলথ কেয়ার, অটোমোবাইল, ভোকেশনাল বিষয়ের পরীক্ষা
১৬.৪.২০২২ শনিবার- অংক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, আগ্রোনমি, ইতিহাস
১৮.৪.২০২২ সোমাবার- ইকোনমিক্স
১৯.৪.২০২২ মঙ্গলবার- কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেলথ, পরিবেশ পরিচয়, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্ট
২০.৪.২০২২ বুধবার- কমার্শিয়াল ল, দর্শণ, সমাজবিদ্যা
২২.৪.২০২২ শুক্রবার- ফিজিক্স, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি, এডুকেশন
২৩.৪.২০২২ শনিবার- স্ট্যাটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সিং, হোম ম্যানেজমেন্ট
২৬.৪.২০২২ মঙ্গলবার- কেমিস্ট্রি, জার্নালিজম, সংস্কৃত, পার্সি, আরবি, ফ্রেঞ্চ
২৭.৪.২০২২ বুধবার- বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিস