২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটির পরামর্শ মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটির পরামর্শ মুখ্যমন্ত্রীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেখা নেই বৃষ্টির। টানা গরমে নাজেহাল বঙ্গবাসী। গ্রীষ্মের তীব্র দাব দহলে জ্বলছে গোটা রাজ্য। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের জন্য সুখবর দিলো রাজ্য সরকার। আগামী ২ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটির পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।

বুধবার নবান্নে শিক্ষা অধিকর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্যের বর্তমান তাপপ্রবাহের পরিস্থিতি এবং ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী স্কুল, কলেজে গরমের ছুটি এগিয়ে আনার প্রস্তাব দেন। বুধবার তিনি বলেন, ”আগামী ২ মে সারা রাজ্যের সমস্ত স্কুল কলেজে-বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটি দেওয়া প্রস্তাব দিচ্ছি। অত্যাধিক গরমের জন্য এবছর গরমের ছুটি কিছুটা এগিয়ে আনতে বলছি। বাচ্ছারা বাইরে টিফিন খেতে বেরোয়। এই গরমে বাচ্ছাদের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তাই গরমের ছুটি ২ মে থেকে করে দিতে বলছি। জুন মাসের ১৫-২০ তারিখ পর্যন্ত ছুটিটা করা যায় কি না, তা আমি শিক্ষা দফতরকে দেখে নিতে বলছি।’ সমস্ত বেসরকারি স্কুল গুলোকেও এই প্রস্তাব পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”বগটুই থেকে হাঁসখালি এই দুই ঘটনায় মুখ পুড়েছে রাজ্যের। পরিকল্পনা করে রাজ্যের বদনাম করা হচ্ছে।” হাঁসখালির ঘটনা কিভাবে ঘটল? নদিয়ার এস পিকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: হাঁসখালির ঘটনায় রাণাঘাটের DSP-কে তীব্র তিরস্কার মুখ্যমন্ত্রীর

Advertisement

”আই সি রা কি করছে? আই সি ঠিক সময় পদক্ষেপ নেয়নি। আইসির অবহেলা এটা। পুলিশের গাফিলতিতে সরকার কেন ভুগবে? হাঁসখালির ঘটনায় যদি ডি এস পি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যেতেন রামপুরহাটে এই ঘটনা ঘটত না। রামপুরহাটে অনেক ভুল হয়েছে। তার খেসারত সরকারকে দিতে হচ্ছে।”

বালি খাদান থেকে গাছ কাটা, অবৈধ নির্মান একাধিক বিষয়ে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” কেউ দুর্নীতি করলে রঙ না দেখে উপযুক্ত তথ্যপ্রমাণ থাকলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। এটা মা-মাটি মানুষের সরকার। এই সরকার কাউকে দুর্নীতি করতে বলেনি। কেউ টাকা চুরি করলে উপযুক্ত প্রমাণ থাকলে দ্রুত ব্যবস্থা নিন।” এছাড়াও এদিন তিনি বিভিন্ন জেলার একাধিক বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে তীব্র কটাক্ষ করেন।

আরও পড়ুন: দাবদাহে অতিষ্ঠ রাজ্যবাসী, ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement

পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”বিভিন্ন ঘটনায় চার্জশিট ঠিকঠাক দিতে হবে। চার্জশিটে একাধিক ধারা দিতে। কোনও বিষয়ে একাধিক মামলা দায়ের হলে কোনটি সঠিক তা দেখে ব্যবস্থা নিতে হবে। মিথ্যে FIR বাদ দিতে হবে। কমিউনিটি পুলিশিংয়ে জোর দিতে হবে। DM-SP দের মধ্যে সম্পর্ক ভালো করতে হবে।