বাংলার খবর
মুখ্যসচিবের হস্তক্ষেপে মিটল ভ্রান্তিবিলাস, ৭ মার্চ বিধানসভার অধিবেশন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজভবনের মসনদে বসার পর থেকেই বিভিন্ন সময়ে নানা ইস্যুতে অব্যাহত রাজ্য-রাজ্যপাল সংঘাত। বাদ পড়েনি বিধানসভার অধিবেশন নিয়েও জটিলতা। সময় বিভ্রাটে বিধানসভার অধিবেশন নিয়ে ক’দিন আগেই টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তবে সেসব এখন অতীত।
অবশেষে আগামী ৭ মার্চ বিধানসভার অধিবেশন শুরু করার অনুমতি দিলেন রাজ্যপাল। মুখ্যসচিবের হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ-এর পরই ৭ মার্চ দুপুর ২টোয় অধিবেশন শুরু করার অনুমতি দেন তিনি।
মুখ্যসচিব আশ্বাস দিয়েছেন রাজ্যপাল যে সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছেন তা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। প্রায় একঘন্টা দুজনের মধ্যে বৈঠক হয়। এরপরই বিধানসভার অধিবেশন নিয়ে জটিলতা কাটে।
প্রসঙ্গত, বেশকিছু দিন আগেই রাজ্য মন্ত্রিসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে বিধানসভার অধিবেশনের কথা জানানো হয়। আর তখনই ঘটে বিপত্তি। মন্ত্রিসভার অনুমোদিত নোটিশে ভুল করে মঙ্গলবার রাত ২টোর সময় বিধানসভার অধিবেশন ডাকা। আর এই চিঠি রাজ্যপালের কাছে যেতেই কোনও রকম সমঝোতা না করেই টুইট করে মাঝরাতে অধিবেশন ডাকার কারণ জানতে চান মুখ্যমন্ত্রীর কাছে। মন্ত্রিসভার যে চিঠি পাঠানো হয়েছিল তার প্রতিলিপিও সেদিন টুইটে পোস্ট করে জবাব তলব করেন রাজ্যপাল।
যদিও এরপর ভুল বুঝতে পেরে বিষয়টিতে নিজেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের টুইটারের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, টাইপিং-এর ভুলে দুপুর ২টোর পরিবর্তে চিঠিতে রাত ২টো হয়ে গিয়েছে। ভুল চোখে পড়তেই বিষয়টি শুধরে নেওয়া হয়েছে। আর এরপরই বৃহস্পতিবার মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করে আগামী ৭ মার্চ বিধানসভার অধিবেশনের বিষয়টি নিশ্চিত করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।