Uncategorized
ওজন ২১৭ কেজি থেকে হয়েছে ৭৬ কেজি, কিন্তু তারপরও পরিণতি দুঃখজনক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মানুষ তার নিজের জন্য সব সময় ভালোটাই ভাবে। কিন্তু অনেক সময় সেই ভালো আর ভালো থাকে না। চরম বিপদ ডেকে নিয়ে আসতে পারে এই ভালোই। তবে মানুষ তো আশাতেই বাঁচে। যেদিন আশা থাকবে না, সেদিন হয়তো মানুষ বাঁচতেই ভুলে যাবে।
সেরকম ভাবেই এক আশা নিয়ে শুরু করেছিলেষ ওজন কমানোর প্রস্তুতি। কিন্তু সেই আশা এখন পরিণত হয়েছে দুরাশায়। ওই মহিলার নাম লেক্সি রীড। তাঁর ওজন ছিল ২১৭ কেজি। গত দু’বছরে লেক্সি প্রায় ১৪৬ কেজি ওজন কমিয়েছিলেন। কিন্তু তার পরেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এই মুহূর্তে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। লেক্সির এই করুন অবস্থার কথা তাঁর স্বামী ড্যানি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। লেক্সির এখন সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করেছে। লেক্সির স্বামী এই পোস্টটি করেছিলেন হাসপাতালে ভর্তি হওয়ার কিছু দিন আগে যখন তিনি কিছু খেতে পারছিলেন না। এরপর লেক্সি নিজেই বলেন, তাঁকে হাসপাতালে ভর্তি করতে। ভর্তির পরেই তাঁকে আইসিইউ তে রাখা হয়।
এই মুহূর্তে লেক্সি কোমাতে আছেন। কিন্তু চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন লেক্সিকে সুস্থ করে তোলার জন্য। ড্যানি জানিয়েছেন, লেক্সিকে এখন ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ডায়ালিসিস চলছে এবং হাঁটবার ক্ষমতাও হারিয়েছেন। আর্থিক অবস্থাও তাঁদের তেমন নয় বলে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ জোগাড়ের চেষ্টা করা হচ্ছে। লেক্সির এই ওজন কমানোর প্রচেষ্টা এক সময় নেট দুনিয়ায় আলোড়ন তুলেছি। ৩১ বছর বয়সে লেক্সির ওজন ছিল ২১৭ কেজি। সেখান থেকে প্রথম বছরে ৭৮ কেজি, আর দু’বছরে মোট ১৪১ কেজি ওজন ঝরিয়ে ফেলেন। এই কাজে তাঁকে সাহায্য করেছিলেন তাঁর স্বামী ড্যানি। ড্যানিও তাঁর ওজন ৯৪ কেজি থেকে ৪৩ কেজিতে কমিয়ে আনেন। কিন্তু এই ব্যাপক ভাবে ওজন কমায় লেক্সির চামড়া খসে পড়তে থাকে। ৯ ঘন্টা অস্ত্রপ্রচারের পর সেই চামড়া সরানো হয়।