বাংলার খবর
তীব্র অস্বস্তি দক্ষিণবঙ্গে, সঙ্গে ঝোড়ো হাওয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলতি বছর দিল্লি এবং জম্মু ও কাশ্মীরের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং তেলাঙ্গানা এমন কয়েকটি রাজ্য যেখানে এবছর তাপপ্রবাহের তাপে নাজেহাল অবস্থা হয়েছে আম জনতার।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। কিন্তু, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল রয়েছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও সামান্য বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে কবে মৌসুমী বায়ু প্রবেশ করবে, এই বিষয়ে এখনই কোনও আশার কথা শোনাতে পারছে না হাওয়া অফিস।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী ২৪ ঘন্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।