বাংলার খবর
আগামী ৫ দিন প্রবল বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলি, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী পাঁচদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আগামী ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এই দূর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ থেকে ১৮ জুন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে উত্তরবঙ্গে। ফলে এই পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: জমিতে বেড়া দেওয়া নিয়ে পারিবারিক বিবাদ, পরিণতি ভয়ঙ্কর
১৪ এবং ১৫ জুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টি হবে।এই দুদিন এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী ১৬ থেকে ১৮ জুন এই তিন দিন উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আরও পড়ুন: নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
এই দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও।পাহাড় ও ডুয়ার্সে অতিভারী বর্ষণের ফলে পার্বত্য এলাকায় ধ্বস নামার একটা সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়তে পারে ডুয়ার্সের ওপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদীগুলোতে। তাই পরিস্থতি মোকাবিলায় প্রত্যেক জেলা প্রশাসনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।