বাংলার খবর
দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর! উত্তরবঙ্গে শুরু ভারী বৃষ্টিপাত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বর্ষণ না হওয়ার জেরে আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। কবে হবে বৃষ্টি, এখন প্রশ্ন একটাই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে এই সময়ে বৃষ্টিপাত বাড়লেও দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
তবে পশ্চিমের বেশ কয়েকটি জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ। বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মোটের উপর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। তার জেরে তাপমাত্রার সাময়িক পতন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।