বাংলার খবর
মিলল স্বস্তি, তুমুল বৃষ্টিতে ভিজল বঙ্গবাসী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সকাল থেকে গুমোট ভাব ছিল কলকাতার আকাশে। অবশেষে চারদিক কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার বেশ কিছু এলাকা।
বর্ষাকালেও গরমের অস্বস্তি। আগামী কয়েক দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস।
তবে বর্ষার মরসুম শুরু হলেও বৃষ্টির ঘাটতি রয়েছে কলকাতাতেও। সেখানে ঘাটতির পরিমাণ ৫৩ শতাংশ। দক্ষিণবঙ্গে জুন মাসে বৃষ্টিপাত হয়েছে ১১৫ মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হওয়ার কথা ২৮৩ মিলিমিটার। এর আগেও বেশ কয়েক বছর দক্ষিণবঙ্গ স্বাভাবিক বৃষ্টিপাত পায়নি। এরমধ্যে ২০১৯ সালে বৃষ্টিপাত হয়েছিল ৯১.৫ মিলিমিটার, ২০০৯ তে ৯৮.১ মিলিমিটার, ২০০৬ সালে বৃষ্টি হয়েছিল ১১৯.৬ মিলিমিটার।
এদিকে বুধবার সকাল সকাল বৃষ্টি নামায় সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা। রাস্তায় বৃষ্টিতে আটকে পড়েছেন কেউ কেউ, কেউ আবার বাড়ি থেকে বেরোতেই পারেননি বৃষ্টির কারণে।