কলকাতায় বৃষ্টির ঘাটতি, উল্টোরথেও মিলল না দেখা
Connect with us

বাংলার খবর

কলকাতায় বৃষ্টির ঘাটতি, উল্টোরথেও মিলল না দেখা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যজুড়ে বৃষ্টির অভাব। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে উপকূলের ও সংলগ্ন জেলা ছাড়া বৃষ্টির দেখা মেলেনি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি অনেকটাই বাড়বে।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি। বিক্ষিপ্তভাবে শহরে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সামান্য বাড়বে তাপমাত্রার পারদও। ফলে অস্বস্তি সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াচ্ছে। এদিন কলকাতার আকাশে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ। গতকাল বৃষ্টিপাত হয়েছে চার মিলিমিটার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ জুলাই সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে।

Advertisement