WB Madhyamik Results 2022: মাধ্যমিকে যুগ্ম প্রথম-দ্বিতীয়
Connect with us

বাংলার খবর

WB Madhyamik Results 2022: মাধ্যমিকে যুগ্ম প্রথম-দ্বিতীয়

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ফল প্রকাশ করেন। পরীক্ষার ৭৮ দিনের মাথায় এবার প্রকাশিত হচ্ছে ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকে ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবে। একই সময়েই স্কুলগুলির তরফেও মার্কশিট দেওয়া শুরু হবে।

চলতি বছর যুগ্মভাবে প্রথম বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই ও পূ্র্ব বর্ধমানের রৌণক মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানেও দুই পরীক্ষার্থী। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ঘাটালের কৌশিকী সরকার ও রৌণক মণ্ডল। তৃতীয় স্থানে আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। ৬৯০ নম্বর পেয়ে চতুর্থ অভিষেক গুপ্ত, অভীক দাশ, সাগ্নিক কুমার দে। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুলে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন। ৬৮৯ নম্বর পেয়ে ১১ জন পঞ্চম স্থানে রয়েছেন। সৌহার্দ্য সিনহা, দেবদত্ত কুণ্ডু, ধ্রুবজিৎ সাহা, আরমান ইস্তেয়াক আলি, আর্জিনি সাহা, অনিন্দ্য সাহা, সামিয়া ইয়াসমিন, জেনিফার রানা, পৌলমী বেড়া, শুভ্র দত্ত, সম্রাট মণ্ডল পঞ্চম স্থানে রয়েছেন।

৬৮৮ নম্বর পেয়ে নিরুপম দাশ, সম্পূর্ণা নন্দী, শ্রীজিতা গোস্বামী, সৈকত কুমার গঙ্গোপাধ্যায়, সমতাপ নীলা, প্রতীপ মাইতি, ষষ্ঠ স্থানে রয়েছেন। এই বছর মাধ্যমিকে সপ্তম স্থানে রয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭। প্রকাশিত হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর তারিখ। ২০২৩ সালের মাধ্যমিক শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ।

Advertisement

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। মোট পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবছর মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। এবছর প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় পশ্চিম মেদিনীপুর। সাফল্যের হারের নিরিখে চতুর্থ স্থানে কলকাতা।

পাশাপাশি মার্কশিট দেওয়া হবে বেলা সাড়ে বারোটা নাগাদ। তবে সকাল ১০ টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে রেজাল্ট? www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.schools9.com সহ মোট ১৪ টি ওয়েবসাইটে দেখে নিতে পারবেন রেজাল্ট।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.