বাংলার খবর
রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা সংসদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলেছে। পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। বাঁকুড়া, বীড়ভূম, বর্ধমান কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ তীব্র দাবদাহে জ্বলছে। গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বেলা বাড়তেই শুনশান রাস্তা ঘাট। কবে বৃষ্টি আসবে, সেই আশায় চাতকের মতো অপেক্ষায় মানুষ।
আর এই অবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল সংসদ। গত একমাস ধরে বঙ্গে বৃষ্টির দেখা নেই। শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। এই অবস্থায় ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সোমবার নবান্নে একটি বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব। ওই বৈঠকেই উচ্চ মাধ্যমিক নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই নির্দেশিকাগুলিও ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে সব জেলার জেলাশাসকদের কাছে।
আরও পড়ুন: ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকার মৃত্যু, CBI তদন্তের দাবি পরিবারের
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সোমবার জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, তীব্র গরমে পরীক্ষা দিতে আসার সময় বা পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থী যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য আগে থেকেই নিয়ে রাখতে হবে বিশেষ অবস্থা। শহর কলকাতা থেকে শুরু করে প্রতিটি জেলায় পরীক্ষা কেন্দ্রগুলিতে রাখতে হবে প্রচুর পরিমাণে ORS এবং পানীয় জলের ব্যবস্থা।
আরও পড়ুন: আনিস খান হত্যাকাণ্ডে রাজ্যের রিপোর্ট নিয়ে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর
পরীক্ষার সময় বিদ্যুৎ পরিষেবা যাতে ঠিকমতো থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাপপ্রবাহের জেরে পরীক্ষা কেন্দ্রে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য চিকিৎসার ব্যবস্থাও রাখার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। এছাড়াও জল তৃষ্ণা না পেলেও কিছুক্ষণ অন্তর অন্তর জল পান এবং এই সময় হালকা খাবার, রসালো ফল খাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গরমের হাত থেকে বাঁচতে এখন ছাতা-জল এবং সাবধানতায় ভরসা।