বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসতে চেয়ে চিঠি
Connect with us

রাজনীতি

বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসতে চেয়ে চিঠি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল Jagdeep Dhankhar। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে বুধবার বিকেলে তাঁকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল।  মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিভিন্ন অশান্তির ঘটনা নিয়ে আলোচনা করার জন্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন রাজ্যপাল। 

এদিনের চিঠিতে রাজ্যপাল বাংলার বিভিন্ন অশান্তির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন। এছাড়াও চিঠিতে তিনি লিখেছেন, ”আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত ব্যবস্থায় আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হয়ে ওঠে।’ এছাড়াও চিঠিতে তিনি, হাইকোর্টের মধ্যে আইনজীবীদের গণ্ডগোল, হাতাহাতি এবং রাজ্যে ক্রমাগত নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়েও মুখ খোলেন। 

আরও পড়ুন: SSC মামলায় স্বস্তি পার্থর, শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ কোর্টের

Advertisement

এইসব ইস্যু নিয়ে এদিন রাজ্যপাল জগদীপ ধনকর চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার যেভাবে হাইকোর্টে অচলাবস্থা তৈরি করা হয়েছে সেই নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন রাজ্যপাল। পাশাপাশি রাজ্যের মহিলাদের উপর অপরাধ আইনশৃঙ্খলা নিয়ে দুজনের মধ্যে কথা বলা জরুরি বলে মনে করছেন তিনি। 

এদিকে, SSC নিয়োগ সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় চার সপ্তাহের স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:মাওবাদী পোস্টার ঘিরে TMC-BJP তরজা বাঁকুড়ায়

Advertisement

আগামী ১৩ মে পর্যন্ত এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। এসএসসি মামলায় সিবিআই তদন্তের উপরও স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। পাশাপাশি ১ মে পর্যন্ত গ্রুপ ডি গ্রুপ সি এস এল এস টি (৯-১২) এবং এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার কোনও শুনানি করতে পারবে না সিঙ্গেল বেঞ্চ । ১৩ মে সকাল সাড়ে দশটায় বিচারপতির সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি ঘোষনা করা হবে বলে জানা গিয়েছে।