রাজনীতি
MRI রিপোর্ট ভালো, SSKM-এ ভর্তি হচ্ছেন না রাজ্যপাল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যপালের MRI-রিপোর্ট ভালো। শারীরিক পরীক্ষা নিরিক্ষার পর একথা জানিয়েছেন Bangur Institute of Neurosciences এর চিকিৎসকরা। শুক্রবার বিকেলে এমার্জেন্সি বিভাগে জরুরি ভিত্তিতে রাজ্যপালের এমআরআই করা হয়। সেই রিপোর্ট ভালো হওয়ায় এদিন বিকেলেই সস্ত্রীক ফের রাজভবনের দিকে রওনা হন রাজ্যপাল Jagdeep Dhankhar।
জানা গিয়েছে, শুক্রবার বিকেল চারটে নাগাদ তাঁকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। এদিন রাজভবন থেকে সরাসরি তাঁকে নিউরো ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে পরীক্ষা নিরীক্ষা করে এমআরআই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এদিকে বৃহস্পতিবারই একাধিকই ইস্যু নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
আরও পড়ুন: অসুস্থ হয়ে SSKM-এ রাজ্যপাল, পরীক্ষার পরই ভর্তি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত
এর আগে রামপুরহাটকাণ্ডে তখন তোলপাড় চলছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে রাজভবন ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। টুইট করেছিলেন, ‘সময় বের করে তাড়াতাড়ি আসুন’। সেই আহ্বানে কিন্তু সাড়া দেননি মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ‘যিনি এতদিন চড়াম চড়াম-গুড় বাতাসার কথা বলতেন তিনি আজ অক্সিজেনে’, কটাক্ষ শুভেন্দুর
এরপর রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে তলব করেন রাজ্যপাল। নির্দিষ্ট সময়ে রাজভবনে যান দু’জনেই। তাঁদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল। শুধু তাই নয়, সেই বৈঠকের পর বকেয়া অর্থবিলে স্বাক্ষরও করে দেন। তখন রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীরও কথা হয়েছিল বলে সূত্রের খরব। এবার রাজভবনে দু’জনের মুখোমুখি সাক্ষাৎ হল।