রাজনীতি
মোদি-মমতা কথা, চলতি এপ্রিলেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলতি এপ্রিলের শেষে ফের Delhi সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। আগামী ২৮ এপ্রিল দিল্লি যাবেন তিনি। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২৯ এপ্রিল সেখানে মোদির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।
বিভিন্ন রাজ্যের কোর্টগুলিতে জমছে মামলার পাহাড়। হচ্ছে না মামলার দ্রুত নিষ্পত্তি। বিচার ব্যবস্থার এই সমস্যার দ্রুত সমাধানের সঙ্গে দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী Narendra Modi। আর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এই বিষয়ে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিলের কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওইদিন দিল্লিতে (Delhi) চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি অনুষ্ঠিত হবেন। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিটি হাইকোর্টের প্রধান বিচারপতি ও দেশের প্রধান বিচারপতি ওই কনক্লেভে উপস্থিত থাকবেন। যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ২০১৬ সালের পর প্রায় ৬ বছর বাদে রাজধানী দিল্লিতে ফের অনুষ্ঠিত হতে চলেছে এই কনক্লেভ।
আরও পড়ুন: পশুখাদ্য মামলায় বড় স্বস্তি! জামিন পেলেন লালু
গত এক মাসে কলকাতা হাইকোর্টও এমন এক ডজন রায় দিয়েছে যা রাজ্য পুলিশের উপর অনাস্থার নজির বলেই মত অনেকের। একের পর এক দুর্নীতি ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়ে দেশের প্রধান বিচারপতি এমভি রামানার কাছে গিয়ে নালিশ জানিয়েছেন, তিনি যা রায় দিচ্ছেন তাতেই ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিচ্ছে।
আরও পড়ুন: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম, বিস্তর দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে
যে ঘটনাকে বিচারব্যবস্থার মধ্যেকার অস্থিরতা হিসেবেই দেখতে চেয়েছিলেন অনেকে। সামগ্রিক এই পরিস্থিতিতে চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মত অনেকের।