রাজনীতি
হাঁসখালি, বগটুইয়ের ঘটনা নিয়ে অস্বস্তিতে সরকার, দুই জেলার পুলিশ সুপার-জেলা শাসককে ধমক মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বগটুই থেকে হাঁসখালি বাংলার দুই প্রান্তের এই দুই ঘটনায় উত্তাল গোটা রাজ্য। চলছে জোর তর্ক-বিতর্ক। এবার এই দুই ঘটনা নিয়ে সরাসরি পুলিশ প্রশাসনকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
বুধবার নবান্ন থেকে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ”বগটুই থেকে হাঁসখালি এই দুই ঘটনায় মুখ পুড়েছে রাজ্যের। পরিকল্পনা করে রাজ্যের বদনাম করা হচ্ছে।” হাঁসখালির ঘটনা কিভাবে ঘটল? নদিয়ার এস পিকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
আই সি রা কি করছে? আই সি ঠিক সময় পদক্ষেপ নেয়নি। আইসির অবহেলা এটা। পুলিশের গাফিলতিতে সরকার কেন ভুগবে? হাঁসখালির ঘটনায় যদি ডি এস পি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যেতেন রামপুরহাটে এই ঘটনা ঘটত না। রামপুরহাটে অনেক ভুল হয়েছে। তার খেসারত সরকারকে দিতে হচ্ছে।”
বালি খাদান থেকে গাছ কাটা, অবৈধ নির্মান একাধিক বিষয়ে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” কেউ দুর্নীতি করলে রঙ না দেখে উপযুক্ত তথ্যপ্রমাণ থাকলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। এটা মা-মাটি মানুষের সরকার। এই সরকার কাউকে দুর্নীতি করতে বলেনি। কেউ টাকা চুরি করলে উপযুক্ত প্রমাণ থাকলে দ্রুত ব্যবস্থা নিন।” এছাড়াও এদিন তিনি বিভিন্ন জেলার একাধিক বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে তীব্র কটাক্ষ করেন।
আরও পড়ুন: দাবদাহে অতিষ্ঠ রাজ্যবাসী, ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”বিভিন্ন ঘটনায় চার্জশিট ঠিকঠাক দিতে হবে। চার্জশিটে একাধিক ধারা দিতে। কোনও বিষয়ে একাধিক মামলা দায়ের হলে কোনটি সঠিক তা দেখে ব্যবস্থা নিতে হবে। মিথ্যে FIR বাদ দিতে হবে। কমিউনিটি পুলিশিংয়ে জোর দিতে হবে। DM-SP দের মধ্যে সম্পর্ক ভালো করতে হবে। কাজ খতিয়ে দেখতে IG,DGদের থানায় যেতে হবে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, পূর্ব মেদিনীপুরের বহু IC ভালো কাজ করছেন না। নিজেদের জেলা সম্পর্কে খোঁজখবর রাখতে নিয়মিত DM দের BDO অফিসে এবং BDO-দের পঞ্চায়েত অফিসে গিয়ে কাজের তদারকি করার কথাও জানান তিনি। নাকাচেকিং প্রতিদিন চালানোর কথাও বলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে মাওবাদী পোস্টার এবং ঝাড়খণ্ড সীমান্ত থেকে কেউ যাতে এই রাজ্যে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ঝাড়গ্রাম বেলপাহাড়ি পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার কথা বলেন তিনি।
আরও পড়ুন: করোনায় ভারত নিজের কর্তব্য পালন করেছে: প্রধানমন্ত্রী
পুলিশের গাফিলতিতে সরকার কেন ভুগবে সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, হাঁসখালিতে পুলিশকে একরকম বয়ান দিয়েছে এবং CBI কে আরেক রকম বয়ান দিয়েছে পরিবার। BJP ধানতলার তথ্য বিকৃতি করেছে বলেও এদিন অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বাংলাকে উন্নাও হতে দেব না বলেও জানান তিনি। রামপুরহাটে অনেক ভুল হয়েছে তার খেসারত দিতে হচ্ছে সরকারকে। যদি DSP সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যেতেন তাহলে রামপুরহাটের ঘটনা ঘটত না।