ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের রাজ্যের নিশানায় কেন্দ্র। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। যুদ্ধ বিধ্বস্ত Ukreaine থেকে ফেরত আসা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে দায় সারা মনোভাব কেন্দ্রের। এদিন ঠিক এ-ভাষাতেই মোদি সরকারের সমালোচনায় সরব হলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ”ইউক্রেন থেকে বাংলার ৪২২ জন পড়ুয়া ফিরেছে। তাঁদের পড়ার ব্যবস্থা করা হয়েছে। ইউক্রেন থেকে আগত পড়ুয়াদের মধ্যে ৬ জনকে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির ব্যবস্থা করেছে রাজ্য। এইসব পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। এই বিষয়ে কিছুই করছে না কেন্দ্র। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার ব্যবস্থা করেছে রাজ্য।”

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ”সরকারি ডেন্টাল কলেজে ১ জনের ইন্টার্নশিপ করার ব্যবস্থা করা হয়েছে। ষষ্ঠ বর্ষের ২৩ জন পড়ুয়াকে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বাকি চতুর্থ এবং পঞ্চম বর্ষের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে রাজ্য।”

Advertisement

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, পেট্রোল ডিজেলের দাম নিয়ে প্রতিনিয়ত দায় ঝাড়ার চেষ্টা করছে কেন্দ্র। কমাচ্ছে না পেট্রোপণ্যের দাম। তিনি জানান, কেন্দ্রের উচিত অবিলম্বে গ্যাসের দাম অন্তত ৩০০ টাকা কমিয়ে দেওয়া। শুধু তাই নয়, আগামী দিনে পেট্রোপণ্যের দাম আরও বাড়াবে কেন্দ্র এ কথাও বলে কেন্দ্রের সমালোচনায় সরব হন তিনি।

আরও পড়ুন: দেশের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

Advertisement

তিনি বলেন, ”ইউক্রেন থেকে যে ছাত্ররা ফিরেছে তাদের ২ মাস পরেও কেন্দ্র কিছু করেনি। ইঞ্জিনিয়ার ছাত্রদের প্রাইভেট কলেজে, ডেন্টাল স্টুডেন্ট গভর্নমেন্ট ডেন্টাল কলেজে ব্যবস্থা করা হয়েছে। ২জন কে ডিন অফিসে ক্যাজুয়াল হিসেবে কাজ দেওয়া হয়েছে। আমরা মেডিকেলের ৪২২ জনের মধ্যে ষষ্ঠ বর্ষের ২৩ জনকে সরকারি কলেজে ইন্টার্নশিপ করার ব্যবস্থা করেছি। পঞ্চম বর্ষের ১৩৫ জনের মধ্যে ১৫-২০ জনকে বেসরকারি কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ১৭ জন পড়ুয়াকে এবং দ্বিতীয় বর্ষের
৭৮ জন এবং প্রথম বর্ষের ৬৯ জন পড়ুয়াকে বেসরকারি কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে ফি কমিয়ে।”