বাংলার খবর
সোমবার উদ্বোধন শিয়ালদহ মেট্রোর, আমন্ত্রণ জানানো হবে মমতা-ফিরহাদকে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার উদ্বোধন হচ্ছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পরিষেবার। তবে সাধারণ যাত্রীদের জন্য আগামী ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হবে এই রুটের মেট্রো পরিষেবা। তার আগেই শিয়ালদহ মেট্রোর উদ্বোধনকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
শনিবার থেকে শুরু হওয়া রাজনৈতিক তরজায় জল ঢেলে কলকাতা মেট্রোরেলের তরফে শিয়ালদহ মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর কথা জানাল। সূত্রের খবর, সোমবার শিয়ালদহ মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আমন্ত্রণ জানানো হবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হাওড়ার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়কেও।
জানা গিয়েছে, সোমবার হাওড়া থেকে শিয়ালদহ মেট্রোরেলের শুভ সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রবিবারই কলকাতা এসে পৌঁছেছেন তিনি। রয়েছে শহরে একাধিক কর্মসূচী। সব মিলিয়ে শিয়ালদহ মেট্রোরেল উদ্বোধনে একমঞ্চে দেখা হতে পারে মমতা-স্মৃতির।
আরও পড়ুন: শিনজো আবের মৃত্যুতে ‘অগ্নিপথের ছায়া’ দেখছে তৃণমূল
উল্লেখ্য, রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত এই প্রথম নয়। কিছুদিন আগেই কামারকুন্ডুতে রেল ফ্লাইওভারের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বোধনী অনুষ্ঠানে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ রেল মন্ত্রকের কোনও আধিকারিককে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলেই অভিযোগ তুলেছিল বিজেপি।
আরও পড়ুন: Breaking News: NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুর সমর্থন চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি সুকান্ত-শুভেন্দুর
তার কিছুদিন পরই আবারও কামারকুন্ডু ফ্লাইওভারের উদ্বোধন করা হয়। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দিল্লি থেকে ভার্চুয়ালি ওই ফ্লাইওভারের উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই নিয়ে রীতিমতো সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পরিষেবার উদ্বোধন নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।