বাংলার খবর
লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ফুটে উঠবে দক্ষিণেশ্বরের ইতিহাস, উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দু’দিনের সফরে দিল্লি থেকে কলকাতা ফিরে বৃহস্পতিবার সোজা দক্ষিণেশ্বর মন্দিরের পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এদিন মা ভবতারিণীর পুজো দেওয়ার পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর শুভ সূচনা করবেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত ধরেই দক্ষিণেশ্বরের ইতিহাস নিয়ে তৈরি এই লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী শুরু সবে সকলের জন্য।
দক্ষিণেশ্বর মন্দির সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লি থেকে ফেরার পথেই মুখ্যমন্ত্রী ওই লাইট অ্যান্ড সাউন্ড শো এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি কুঠিবাড়িতে রানী রাসমণি, শ্রী রামকৃষ্ণর স্মৃতিবিজড়িত নানা সামগ্রী একটি বিশেষ প্রদর্শনীরও তিনি উদ্বোধন করবেন
আরও পড়ুন: প্রার্থী হচ্ছেন না পাওয়ার, ফারুক আব্দুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব মমতার
অন্যদিকে, বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন না শরদ পাওয়ার। বুধবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিরোধী শিবিরের বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন পাওয়ার।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরামর্শ চেয়ে মমতা, অখিলেশদের ফোন রাজনাথ সিংয়ের
মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, প্রার্থী হওয়ার বিষয়টি তাঁরা শরদ পাওয়ারের ওপরই ছেড়ে দিয়েছেন। বৈঠকে উপস্থিত বাকি দলেরাও তাঁর সঙ্গে কথা বলবেন। যদি তিনি রাজি না হন, তাহলে আবারও বিরোধী শিবিরের বৈঠক ডাকা হবে। সেই বৈঠকে আলোচনার পরই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। এদিনের এই বৈঠকের সভাপতিত্ব করেন শরদ পাওয়ার।