বাংলার খবর
বগটুইয়ে হত্যার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রস নিউজ: রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। কথা বলছেন নিহতদের পরিবাররের সঙ্গে। এদিকে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী পৌঁছতেই তাঁকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙ্গে পড়েন নিহতদের আত্মীয়রা। অসুস্থও হয়ে পড়েন একজন। সেদিন বগটুইয়ে কি ঘটেছিল তা জানতে চান মুখ্যমন্ত্রী। মিহিলাল শেখের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। যে পরিবারগুলি গ্রাম ছেঁড়ে সাইথিয়ায় চলে গিয়েছিলেন এদিন তাঁদের গ্রামে ফিরিয়ে নিয়ে আসা হয়। যাদের বাড়িতে হত্যালীলা চলেছিল সেই পরিবারদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন বগটুইয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলও।
এদিকে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”খুবই ভয়াবহ ঘটনা। ভাবতে পারেনি এরকম কোনও নৃশংস ঘটনা ঘটতে পারে। সারাবিশ্বে যুদ্ধ হচ্ছে আর এখানে আগুন লাগছে । শুধু কয়েকটা লোকের জন্য এমন অশান্তি হচ্ছে। আনারুলকে গ্রেফতার করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। যারা এই ঘটনা জেনেশুনেও পুলিশকে জানায়নি তাঁদের শাস্তি চাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেখানেই পালাক ধরে নিয়ে আসতে হবে। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে। ভাদু খুন হওয়ার পর বাড়িতে আগুন।”
আরও পড়ুন: সিট প্রমাণ নষ্ট করতে পারে আশঙ্কা মহম্মদ সেলিমের
তিনি আরও বলেন, ”আহত হয়ে যারা হাসপাতালে ভরতি তাঁদের চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের বাড়ি সারানোর জন্য অবিলম্বে আজকের মধ্যেই দু লাখ টাকা করে দিতে হবে। নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও জখমদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। এমন শাস্তির ব্যবস্থা পুলিশ করবে যাতে আর কোনওদিন এমন ঘটনা দেখতে না হয়।” তিনি আরও বলেন, ”হয় আনারুল আত্মসমর্পন করবে না হলে তাকে গ্রেফতার করা হবে। ঘটনায় ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কোটা থেকে এই চাকরি দেওয়া হবে। প্রথম বছর ১০ হাজার টাকা করে দেওয়া হবে। পরে স্থায়ী চাকরি দেওয়া হবে।
আরও পড়ুন: রামপুরহাট হত্যাকাণ্ডে রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত: সোমবার রাতের পর থেকেই থমথমে বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রাম। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু মোট আটজনের। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হল হাইকোর্টে। এই ঘটনাটিকে বর্বোরচিত আখ্যা দিয়ে হত্যালীলার সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।