LPG সহ প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির নামে লুট করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

মহানগর

LPG সহ প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির নামে লুট করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাঁচ রাজ্যে নির্বাচনের ফল বেরোতেই ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম। একদিকে সেঞ্চুরী হাঁকাচ্ছে পেট্রোল-ডিজেলের দর। অন্যদিকে হাজার টাকা পেরিয়ে গেল রান্নার গ্যাসের দাম।

হেঁশেলে আগুন। রান্না করায় দায় সাধারণ মানুষের। কারণ এখন থেকে রান্নার জন্য এলপিজি সিলিন্ডার কিনতে গেলে আমজনতাকে পকেট থেকে খসাতে হবে ১০২৬ টাকা। গত ১ মে বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তার সপ্তাখানেকের মধ্যেই এবার বাড়ল রান্নার গ্যাসের দামও।

Advertisement

জ্বালানির এভাবে ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে এদিন টুইট বার্তায় কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে টুইট বার্তায় তিনি বলেন, ”কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ভারতের জনগণকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে! বারবার জ্বালানির দাম, এলপিজির দাম এবং প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করে গ্রেট ইন্ডিয়ার নামে লুট করা হচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে।”

আরও পড়ুন: আরও মহার্ঘ জ্বলানি! বাড়ল রান্নার গ্যাসের দাম

উল্লেখ্য, শুধু মুখ্যমন্ত্রী একা নন। এদিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র তোপ দাগেন কলকাতা পুরসভার মেয়র তথা নগর উন্নয়ন এবং আবাসন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)।

Advertisement

আরও পড়ুন: গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ ফিরহাদের

শনিবার কেন্দ্র এবং মোদি সরকারের তীব্র সমালোচনা করে রান্নার গ্যাসের দাম সহ অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, ”আর কত মানুষ সহ্য করবেন? গ্যাসের দাম হাজার টাকা পেরিয়ে গেলো। বাড়িতে রান্নাঘরে উজ্জ্বলার জায়গা বদলে আন্ধেরা হয়ে গেছে। পেট্রোল-ডিজেলের দাম এখন সব ১০০ টাকার উপরে। মূল্যবৃদ্ধি এমন জায়গায় গিয়েছে যে, মানুষের হেঁশেলে গ্যাস তো দূর এখন রান্না করাই মুশকিল।”

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.