আন্তর্জাতিক
সংসদের অধিবেশনের মধ্যেই পর্ন ভিডিয়ো চালিয়ে দিলেন সাংসদ, তারপর যা হল…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সংসদে বিশেষ অধিবেশন চলছে। সবাই মন দিয়েই শুনছিলেন অধিবেশন। তার মধ্যে এক মহিলা সাংসদের চোখ সামনের সিটে বসে থাকা অপর সাংসদের মোবাইলের দিকে যেতেই ঘটল বিপত্তি। সংসদের মধ্যেই পর্ন ভিডিয়ো দেখার অভিযোগে বিতর্কে জড়ালেন খোদ সাংসদ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সুদূর ব্রিটিশ পার্লামেন্টে। ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন চলাকালীন সময়ে এক সাংসদের পর্ন ভিডিয়ো দেখা নিয়ে ছড়ায় বিতর্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষপর্যন্ত স্বইচ্ছায় সাংসদ পদ থেকে ইস্তফা দেন নিল প্যারিস নামের ওই ব্রিটিশ সাংসদ। যদিও গোটা ঘটনায় তিনি যথেষ্ট অনুতপ্ত বলেও স্বীকাড় করে নিয়েছেন।
আরও পড়ুন: বারবার ছুড়ির আঘাত, দুষ্কৃতীদের হাতে প্রহৃত তানজিনিয়ার ভাইরাল যুবক
ঠিক কী ঘটেছিল সেদিন ব্রিটিশ পার্লামেন্টে? জানা গিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনশনের কনজারভেটিভ পার্টির অধিবেশন চলছিল সেদিন। ওই সময় তারই দলের সাংসদ নিল প্যারিস ব্রিটিশ সংসদ কক্ষে সামনের আসনে বসে পর্ন ভিডিয়ো দেখতে শুরু করেন। এরপর বিষয়টি অপর এক মহিলা সাংসদের নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে ওই সাংসদের বিরুদ্ধে নালিশ জানান। এরপর চাপের মুখে পড়ে শনিবার নিজেই দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দেন নিল প্যারিস।
জানা গিয়েছে, অধিবেশন চলাকালীন সময়ে তাঁর বিরুদ্ধে পর্ন দেখার অভিযোগ ওঠে। নির্দিষ্ট ওই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তারপর প্রথমে নিল তাঁর সাংসদ পদ ছাড়তে না চাইলেও পরে চাপের মুখে পড়ে স্বইচ্ছায় নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর ইস্তফা দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ”এখন বুঝতে পারছি আমি আমার পরিবার ও সংসদের কতটা ক্ষতি করেছি। আমার মনে হয় এই পদে থেকে আর কাজ চালিয়ে যাওয়া উচিত নয়।”
আরও পড়ুন: শ্রমেই কর্মের সার্থকতা, মে দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর
এই বিষয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে প্যারিস জানান, গোটা বিষয়টিই তাঁর মতিভ্রমের কারণে হয়েছে। এক ওয়েবসাইটে ঢুকতে গিয়ে তিনি ভুল সাইটে চলে গিয়েছিলেন। তারপরই আত্মসংযম বোধ হারিয়ে পর্ন ভিডিয়ো দেখতে শুরু করেন। শুধু তাই নয়, এই কাজ যে মোটেও ঠিক হয়নি তাও বুঝতে পেরেছেন তিনি।