Viral Video: যুদ্ধ বিধ্বস্ত দেশে থেকেও নেটপাড়া মাতাচ্ছেন তরুণী
Connect with us

ভাইরাল খবর

Viral Video: যুদ্ধ বিধ্বস্ত দেশে থেকেও নেটপাড়া মাতাচ্ছেন তরুণী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যুদ্ধ বেঁধেছে দুই দেশের মধ্যে। অবুঝ মন বোঝে না যুদ্ধের মানে। কিন্তু চারিদিকে কান পাতলে শুধুই সাইরেন আর বোমাগুলি বর্ষণের শব্দ। প্রাণের তাগিদে দেশ ছাড়ছেন ইউক্রেন (Ukraine) নাগরিকরা। অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরগুলিতে। তবুও প্রতিমুহুর্তে তাড়া করে বেরাচ্ছে অনিশ্চয়তা। এই কি হয়, কি হয় আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে। প্রতি মুহুর্ত উদ্বেগ আর উত্তেজনায় কাটছে ইউক্রেনের প্রতিটি নাগরিকের।

তবুও চারিদিকের এই অশনিসংকেতের মাঝে মুখে কিছুটা হাসি ফোটালেন এক ইউক্রেনীয় তরুণী। সম্প্রতি ইউক্রেনের একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে পালিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া একটি মেয়ে নিজের মতো স্কোর বল খেলায় মেতে রয়েছে। বাইরের পৃথিবীতে তখন কী চলছে তা জানতে মোটেও আগ্রহী নয় সে। এমনকি সেই সময়ে ওই শিবিরের আসেপাশে থাকা জার্নালিস্টদের দেখেও একগাল হেসে দেয় সে।

আরও পড়ুন: Viral Video: দিব্যি হেঁটে যাচ্ছিল, হঠাৎই পথের মাঝে দেখা বাঘ মামার সাথে, তারপর যা হল…

Advertisement

অন্যদিকে, আরও একটি ভাইরাল ভিডিওতেও দেখা গিয়েছে, ত্রাণ শিবিরে থাকা একটি মেয়ে জনপ্রিয় একটি অ্যানিমেটেড ছবির গানে তাঁকেও গান করতে দেখা গিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত পরিবেশের মধ্যে এমন একটুকরো আনন্দের ঝলক মন কেড়েছে নেটনাগরিকদের। তাহলে আর দেরি কেন? জনপ্রিয় এই ভাইরাল ভিডিয়োগুলি চাক্ষুস করতে চোখ রাখুন টুইটারে।