দেশের খবর
রিলেশন ভাঙতে চাইলে প্রেমিকাকে কুপিয়ে খুন করলেন প্রেমিক

বেঙ্গল এক্সপ্রেস: দিল্লির রাস্তায় প্রকাশ্যে এক যুবক তার প্রেমিকাকে ৪০ বার চাকু মেরে খুন করেছে। প্রেমিকাকে খুন করার পর কি কি করেছে তার সব ডিটেলসে পুলিশকে জানায় সাহিল নামক সেই খুনি।
পুলিশ তাকে ধরলে তিনি স্বীকার করেন যে, তিনি খুন করেছেন। পুলিশ বিভিন্ন এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পেরেছে যে, সেই রাতে সাহিল প্রেমিকাকে খুন করে ঘুরে বেরিয়েছেন সারারাত ধরে। যে এলাকাতে খুন করেছিলেন সেই এলাকাতেই আধাঘন্টা ধরে কাটিয়ে দিয়েছিলেন তিনি। এই ছুরিটি দিয়ে সাহিল তার প্রেমিকাকে খুন করেছিল সেই ছুড়ি হাতে নিয়েই তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তারপর তার মাথায় আসে কি করে তিনি পালাবেন সেই কারণে ওখানকারি এক পার্কে গিয়ে বসেন আর সেখানেই সাজিয়ে ফেলেন কি করে তিনি পালাবেন। এক জঙ্গলে খুন করা সেই চুলটা ফেলে দেয়।
আরও পড়ুন- মার্কিন যুক্তরাষ্ট্রের দুষ্কৃতীদের কবলে পড়ে আবারো মৃত্যু হল এক ভারতীয়
পুলিশের দাবি যে, ঐদিন রাতে তিনি নিজের মোবাইলটি বন্ধ করে দিয়ে একটি মেট্রো স্টেশনে শুয়ে রাত কাটানো এবং পরের দিন সকালে আনন্দ বিহার এলাকায় গিয়ে বুন্দেলসর শহরের বাস ধরেন। গ্রেফতারি হওয়ার হাত থেকে বাঁচার জন্য যথেষ্ট সতর্ক ছিলেন সাহিল। বুন্দেল শহরে এক আত্মীয় বাড়িতে গা ঢাকা দেওয়ার জন্য তিনি অনেক বার বাস বদলেছেন যাতে তাকে কেউ ধরে ফেলতে না পারে। কিন্তু শেষ সুরক্ষার হলো না আত্মীয়র বাড়ি থেকে বাবাকে ফোন করলে সেই ফোন ট্র্যাক করে পুলিশ তাকে ধরে ফেলে।
পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে যে, এখন কি আগে থেকে পরিকল্পিত ছিল রাগের বসে ভুল করে প্রেমিকাকে মারেননি তিনি আগে থেকেই সব ছক কষা ছিল খুনি সাহিলের। প্রেমিকাকে মারার কারণ ছিল যে, বছর বয়সী ওই কিশোরের সাথে খুনি শাহীল ২০২১ সাল থেকে প্রেম করছিল। কিন্তু কোন এক কারণে প্রেমিকা সম্পর্ক ভাঙতে চাইলে তা মেনে নিতে পারেনি সাহিল। সাহিল মনে করেছিল যে, তার প্রেমিকা পুরনো প্রেমিকের সাথে আবার সম্পর্কে জড়াতে চলেছে।
তারপর রবিবার রাতে দিল্লির রাস্তায় কিশোরীকে ছুরি দিয়ে আক্রমণ করেন খুনি সাহিল। কে পরপর 40 বার ছুরি দিয়ে কোপ মারা হয়েছে। এবং রাস্তার বড় স্ল্যাব দিয়ে তার মাথার থেঁতলে দেয়া হয়েছে। এই মর্মান্তিকর ঘটনা পথ চলতি অনেকেই দেখতে পেয়েছেন, কিন্তু কেউ এগিয়ে এসে বাধা দেননি, আর এসব কিছু সিসিটিভি ফুটেজে বন্দী হয়ে গেছে।