গ্রেফতারের খেসারত! বদলি করা হল সমীর ওয়াংখেড়েকে
Connect with us

বিনোদন

গ্রেফতারের খেসারত! বদলি করা হল সমীর ওয়াংখেড়েকে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিং খানের ছেলেকে গ্রেফতার করাই হল কাল। সেই খেসারতি দিতে হল এই মামলার প্রথম তদন্তকারী অধিকারিক সমীর ওয়াংখেড়েকে। এবার সমীর ওয়াংখেড়েকে চেন্নাইতে বদলি করা হল। সেখানে তাঁকে ট্যাক্স প্লেয়ার সার্ভিসে ডিরেক্টর জেনারেলের পদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) সোমবার ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) অফিসার সমীর ওয়াংখেড়েকে বদলি করে চেন্নাইতে পাঠানো হয়েছে। ওয়াংখেড়ের ‘প্যারেন্ট ক্যাডার’ সিবিআইসি-র জারি করা একটি আদেশ অনুসারে, তাঁকে অবিলম্বে চেন্নাইতে করদাতাদের পরিষেবার (ডিজিটিএস) মহাপরিচালকের অফিসে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, বিশেষ তদন্তকারী দল (সিট) জানায় শাহরুখ-তনয়ের বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছিলেন ওয়াংখেড়ে। এরপরই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। এনসিবি-তে তাঁর মেয়াদ শেষে চলতি বছরের শুরুতেই মুম্বই ডিআরআই-এর আইআরএস হিসেবে নিযুক্ত হন সমীর। এবার সেখান থেকে চেন্নাইতে বদলি করা হল ২০০৮ ব্যাচের এই আইআরএস-কে। সূত্রের খবর, আগামী ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন ‘বিতর্কিত’ এই আইআরএস অফিসার।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.