দেশের খবর
জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে নিহত দুই জঙ্গি, আটক দুই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত বেশ কয়েকদিন ধরেই প্রায় জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করার পাশাপাশি বিভিন্ন নাশকতার চেষ্টা করে চলেছে জম্মু কাশ্মীরে। সেনাবাহিনীর প্রচেষ্টায় বারবার তা ব্যর্থ হয়েছে। কয়েকদিন আগেই উপত্যকা থেকে বিপুল পরিমান আইইডি উদ্ধার করে সেনাবাহিনী।
বড় কোনও নাশকতার চেষ্টা করেছিল বলে সেনাবাহিনী সূত্রে খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, প্রায় জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াই লেগেই আছে। শনিবার এই রকমই এনকাউন্টারে সেনা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের সপিয়াম চউগাম এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকার খবর আসে সেনা বাহিনীর কাছে। এরপর অভিযান চালাতে শুরু করে সেনা বাহিনী।
সেই অভিযানের সময় জঙ্গিরা আচমকা সেনা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে। পাল্টা সেনা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়। যদিও জঙ্গিদের পরিচয় জানা যায়নি। সেনা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। খবর পাওয়া গিয়েছে, এনকাউন্টারের সময় আরও দুই জঙ্গি পালানোর চেষ্টা করে। কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ ওই দুই জঙ্গিকে আটক করেছে। ধৃত জঙ্গিরা লস্কর ই তইবা জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে খবর পাওয়া গিয়েছে।