দেশের খবর
ভোট কলকাতায়, কিন্তু সমস্ত জেলার বিজেপি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ শুভেন্দুর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাত পোহালেই কলকাতা পুরসভার নির্বাচন। পুরসভার ১৪৪ ওয়ার্ডের জন্য ভোট হবে ৪ হাজার ৯৫৯ টি বুথে। রাজ্য নির্বাচন কমিশন তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করেছে। এখানেই আপত্তি তুলেছিলেন রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি।
বিধানসভা ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করে নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানিয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু শুক্রবারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিজেপির সেই দাবি খারিজ করে দিয়েছে। যদিও সেই নিয়ে আজকেই সুপ্রিম কোর্টে মামলা করেছে বিজেপি। কিন্তু পুরভোটে হিংসা রোধের প্রস্তুতি নিজেরাই শুরু করে দিল বিজেপি। রাজ্যের বিরধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, যদি কোনও প্রার্থী আক্রান্ত হন, কোন পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয় অথবা কোনও বিজেপি কর্মী আক্রান্ত হন, তাহলে সারা রাজ্য জুরে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সেই কারণেই অন্যান্য প্রত্যেক বিজেপি বিধায়ক সহ জেলার সমস্ত বিজেপি নেতা কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর রাজ্য বিজেপি প্রস্তুতি শুরু করে দিয়েছে। শমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, প্রতাপ বন্দ্যোপাধ্যায়রা রাজ্য অফিসেই প্রস্তুত থাকবেন। অশান্তির খবর পেলেই পথে নামবেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের জেলা বালুরঘাট গিয়েছেন। কোনও কিছু হলে বালুরঘাটে তিনি কর্মসূচি নেবেন। শুভেন্দু অধিকারী সহ বেশ কিছু বিধায়ক কলকাতার আশেপাশেই থাকবেন। কোনও প্রতিরোধ শুরু হলেই তিনি তার নেতৃত্ব দেবেন। শুভেন্দু অধিকারীর এই হুঙ্কারে রীতিমত চাপে পড়ে গেল রাজ্য নির্বাচন কমিশন। এখন দেখার বিষয়, কলকাতা পুরসভা নির্বাচন কতটা নির্বিঘ্নে করতে পারে কমিশন।