দেশের খবর
বিবেক অগ্নিহোত্রির অফিসে হামলার অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বি-টাউন থেকে জাতীয় রাজনীতি সব জায়গাতেই এখন হট টপিক ‘The Kashmir Files’। দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া এই ছবির প্রধান পরিচালক বিবেক অগ্নিহোত্রি। সম্প্রতি তাঁর নিরাপত্তার খাতিরে বিবেককে দেওয়া হয়েছে ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা। নানা তর্কবিতর্ক আর বিরোধীদের আলোচনা সমালোচনা থাকা সত্ত্বেও ইতিমধ্যে এই ছবি ২০০ কোটির ব্যবসা করে ফেলেছে। যা বলিউডের সূর্যবংশী, বাহুবলির সাফল্যকেও ছাপিয়ে গিয়েছে।
এদিকে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে যখন উঠছে রাজনৈতিক ঝড় তখন বিবেক অগ্নিহোত্রির অফিসে দুস্কৃতীদের হামলা চালানোর অভিযোগ এলো প্রকাশ্যে। জানা গিয়েছে, পরিচালক বিবেক অগ্নিহোত্রির অনুপস্থিতিতে তাঁর অফিসে বাইরের দু’জন লোক এসে হামলা চালায়। সেই সময় তিনি অফিসে না থাকলেও তাঁর কর্মচারীদের মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি।
আরও পড়ুন: ‘দেশপ্রেমিক’ পরিচালককে ইউটিউবে ‘কাশ্মীরি ফাইলস’ আপলোড করতে বলে কটাক্ষ কেজরিওয়ালের
প্রসঙ্গত, পরিচালক বিবেক অগ্নিহোত্রির ‘কাশ্মীর ফাইলস’ দেশজুড়ে ঝড় তুলে দিয়েছে। বি-টাউনের এই সিনেমার বিষয়বস্তু এখন ঢুকে পড়েছে রাজনীতির অন্দরেও। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশাকে কেন্দ্র করে নির্মিত এই ছবির গল্প। যা ইতিমধ্যে ২০০ কোটির ব্যবসাও করে ফেলেছে। দেশের একাধিক রাজ্যে ছবিটিকে দর্শকদের জন্য করমুক্ত হিসেবেও ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতামন্ত্রী প্রশংসায় পঞ্চমুখ ‘দ্যা কাশ্মীরি ফাইলস’ নিয়ে।
আরও পড়ুন: ছবির প্রমোশনে তিলোত্তমায় ‘Team RRR’
এবার বলিউডের এই হট টপিক ‘কাশ্মীরি ফাইলস’নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লি বিধানসভার বাজেট অধিবেশনে কাশ্মীরি ফাইলস সিনেমা নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রিকে ইউটিউবে আপলোড করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও অরবিন্দের এই মন্তব্য নিছক ব্যাঙ্গাত্মক যে নয় তা বুঝতে দেরী হয়নি সাংসদ এবং বিরোধীদের।