দেশের খবর
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে পরদিনই প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট কোহলি

টেস্ট ক্রিকেট থেকে বিদায় ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা পৌঁছে গেলেন বৃন্দাবনে। সোমবার, ১৩ মে সকালে তাঁরা প্রেমানন্দ মহারাজের আশ্রমে দর্শনে যান। খ্যাতিমান এই আধ্যাত্মিক গুরু বিরাটের দীর্ঘদিনের আস্থা ও ভক্তির স্থান। এর আগেও বহুবার তাঁদের এই আশ্রমে দেখা গিয়েছে।
আধ্যাত্মিকতার পথে বিরাট-অনুষ্কা
গত ১০ জানুয়ারি, বিরাট ও অনুষ্কা তাঁদের দুই সন্তানকে নিয়েও একই আশ্রমে এসেছিলেন। সেই সফরে অনুষ্কাকে ষাষ্ঠাঙ্গে প্রণাম করতেও দেখা যায়। প্রেমানন্দ মহারাজ নিজে বিরাট-অনুষ্কার প্রশংসা করেন, সন্তানদের আধ্যাত্মিকভাবে বড় করে তোলার জন্য। বিরাট ও অনুষ্কার এই ভক্তিভাবনাকে বহু ভক্ত প্রশংসা করেছেন।
এছাড়া, এর আগেও এই তারকা দম্পতিকে আলাদা আলাদা মন্দির ও আধ্যাত্মিক আশ্রমে দেখা গিয়েছে। ক্রিকেট ও অভিনয়ের জগতে ব্যস্ততা সত্ত্বেও তাঁদের মধ্যে আধ্যাত্মিক অনুরাগ সবসময়ই ছিল দৃঢ়।
#WATCH | #ViratKohli and Anushka Sharma arrive at Uttar Pradesh’s Vrindavan pic.twitter.com/u6rI5EGLMn
— ANI (@ANI) May 13, 2025
টেস্ট ক্রিকেটকে বিদায়: বিরাট কোহলির যুগের সমাপ্তি
১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দেন বিরাট কোহলি। বোর্ড আগেভাগেই তাঁর সিদ্ধান্ত জানলেও, বিরাট ছিলেন নিজ সিদ্ধান্তে অনড়। সামনে ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ, যেখানে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
এর আগে ৭ মে টেস্ট থেকে বিদায় জানান রোহিত শর্মাও। টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেটেও দুই তারকার যুগের সমাপ্তি ঘটল একসঙ্গেই।
উজ্জ্বল পরিসংখ্যানের মালিক বিরাট
বিরাট কোহলি ২০১১ থেকে ২০২5 পর্যন্ত খেলেছেন ১২৩টি টেস্ট ম্যাচ, করেছেন ৯২৩০ রান, গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ছিল ২৫৪*। ভারতীয় টেস্ট ইতিহাসে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।