ভাইরাল খবর
Viral Video: ‘কাঁচাবাদাম’ গানে নেটদুনিয়া মাতাচ্ছে খুদে, নাচ দেখে আপ্লুত নেটজনতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক দিন ধরেই ইন্টারনেট দুনিয়ায় নেট সেনশনে রয়েছে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচাবাদাম’ গানটি। বুবুর কাছে কাঁচা বাদাম বিক্রি করতে গিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর। আর তাঁর এই বিখ্যাত গানের সুর এখন শুধু দেশের মধ্যেই আবদ্ধ নেই। দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও সমান জনপ্রিয় তাঁর এই গান।
টলি-বলি হোক বা টেলি তারকা এমন কেউ নেই যে কাঁচাবাদাম গানে এখনও পর্যন্ত কোমর দোলাননি। এবার এই জনপ্রিয় কাঁচাবাদাম গানে কোমর দোলাতে দেখা গেল এক ছোট্ট খুদে বালিকাকে। কাঁচাবাদাম গানে তার এই নাচ এখন ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, গুজরাটের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক খুদেকে কোমর দোলাতে দেখা গিয়েছে, জনপ্রিয় কাঁচাবাদাম গানে।
আরও পড়ুন: পুরুষাঙ্গ রয়েছে স্ত্রীর, সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ স্বামী
ওই খুদের নাচের ভিডিয়োটি এদিন টুইটারে পোস্ট করেন ওই অঙ্গনওয়ারি কেন্দ্রের একজন শিক্ষিকা। এদিন ভিডিয়োটি পোস্ট করে তিনি বলেন,”কাঁচাবাদাম” গানটি এখন আর শুধুমাত্র শহুরে এলাকায় সীমাবদ্ধ নেই। ভাইরাল এই গান পৌঁছে গিয়েছে গ্রামাঞ্চলেও। ওই খুদের নাচ দেখলেই তা বোঝা যাচ্ছে ভুবন বাদ্যকরের এই গান কতটা জনপ্রিয় হয়েছে সকলের কাছে।”
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Viral video of little school girl dancing to Kacha Badam will kill your Monday blues. Watch: By now, we have been witness to numerous versions of Kacha Badam dance videos. Thank you <a href=”https://twitter.com/TiasaBhowal?ref_src=twsrc%5Etfw”>@TiasaBhowal</a> for the article. <br> <a href=”https://t.co/sSe8dBRY1J”>https://t.co/sSe8dBRY1J</a></p>— Neha Kantharia (@nehakantharia) <a href=”https://twitter.com/nehakantharia/status/1503283358050054146?ref_src=twsrc%5Etfw”>March 14, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
আরও পড়ুন: অন্তর্বাসের ভিতরে লুকিয়ে ৫২ টি বিষাক্ত সরীসৃপ, যুবকের কান্ডে তাজ্জব বাঘা অফিসাররা
এদিকে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। খুদের নাচ দেখে আপ্লুত নেটজনতা পোস্টটি রিটুইট করেন আবার অনেকেই কমেন্টের মাধ্যমে তাঁদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন।