আন্তর্জাতিক
Viral Video: বিমানের মধ্যেই শিশুকে ঘুম পারাচ্ছেন বিমানসেবিকা, তারপর যা হল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চারিদিকে থমথমে পরিবেশ। বিশ্বজুড়ে যেন যুদ্ধের আবহ। হ্যাঁ যুদ্ধই তো চলছে রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine) মধ্যে। আর এই যুদ্ধের আঁচ এসে পড়েছে আমাদের মনের মধ্যেও। কান পাতলেই যখন আজকের দুনিয়ায় চারিদিকেই খারাপ খবর, মানুষে মানুষে হানাহানি আর খুনোখুনির ছবি ভেসে ওঠে ঠিক তখনই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে মুহুর্তের মধ্যে মন ভালো করে দেওয়া একটি ভিডিও।
শুক্রবার ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিমানের মধ্যে একটি শিশুকে নিজের কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন একজন এয়ার হোস্টেজ। শুধু তাই নয়, ভিডিওটিতে আরও দেখা গিয়েছে, বাচ্চাটি যতক্ষন না পর্যন্ত ঘুমাচ্ছিল ততক্ষণ তাকে নিজের কাঁধে মাথা রেখে পিঠে হাত বুলিয়ে তাকে ঘুম পারানোর চেষ্টা করছিলেন ওই বিমান সেবিকা।
শুধু তাই নয়, ব্রাসিলিয়া থেকে কুইয়াবাগামী ঐ বিমানটি ব্রাজিলের আকাশে উড়ছিল। সেই সময় ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানের ভিতরে ওই বাচ্চাটিকে কান্না করতে দেখতে পান ওই বিমানসেবিকা। প্রথমে তিনি বাচ্চাটির কান্না থামাতে তাকে খেলার সামগ্রী দিলেও তাতেও কিছুতেই থামানো যাচ্ছিলো না ওই বাচ্চাটিকে। এরপর দেখা যায়, ওই বিমানসেবিকা সটান বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে পিঠ চাপড়ে ঘুম পাড়াতে থাকেন আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহুর্তের মহ্যে তা ব্যাপক ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করছেন, নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ
তবে শুধু ভাইরাল নয়, ভিডিয়োটি জিতে নিয়েছে হাজার-হাজার নেটিজেনদের মন। যুদ্ধের পৃথিবীতে এমন সুন্দর মুহুর্ত যে এখনও মুছে যায়নি তা জানিয়ে কমেন্টও করেছেন বহু নেটিজেনরা। এমনকি ওই এয়ারহোস্টেজের নিজের কাজের প্রতি কর্তব্যপরায়ণতা এবং ধৈর্য্যের প্রশংসাও করেছেন নেট-নাগরিকরা।