Viral Video: শর্তে রাজি হলে হবে বিয়ে, কনের কাণ্ডে হইচই নেটপাড়ায়
Connect with us

ভাইরাল খবর

Viral Video: শর্তে রাজি হলে হবে বিয়ে, কনের কাণ্ডে হইচই নেটপাড়ায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘বিয়ে’ দুই অক্ষরের ছোট্ট শব্দ হলেও এর অর্থ অনেক গভীর। বিয়ে মানে দু’টি ভিন্ন মেরুর মানুষের একসঙ্গে পথ চলার অঙ্গীকার। যে কোনও মানুষের জীবনে বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই অনেক কিছু করে থাকেন। তার মধ্যে কিছু জিনিস থাকে ক্ষণিকের আবার কিছু জিনিস আমাদের মনে ব্যাপক ভাবে প্রভাব ফেলে যায়।

সম্প্রতি তেমনই একটি বিয়ের ভিডিয়ো এবং ‘চুক্তিপত্র’ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ঐ চুক্তিপত্র দেখে হাসির রোল নেটদুনিয়ায়। পাত্রের কাছে কনের বিয়ের শর্ত দেখে রীতিমত তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বলছেন, এমনটাও হয়!

কী রয়েছে ভাইরাল ঐ বিয়ের চুক্তিপত্রে? জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। wedlock_photography_ass নামের একটি প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে।

Advertisement

সেখানে দেখা যাচ্ছে একটি বিরাট বড় চুক্তিপত্র নিয়ে বরের সামনে এসে হাজির হন কনে। বর সেই চুক্তিপত্র দেখে রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে যান। কারণ সেই চুক্তিপত্রে লেখা রয়েছে বেশ কিছু শর্ত। প্রথমেই সেই চুক্তিপত্র লেখা রয়েছে প্রতি মাসে একবার করে পিৎজা খাওয়াতে হবে। বরকে প্রতিদিন বাড়ির খাবার খেতে হবে। বরের লেট নাইট পার্টি করার অনুমতি রয়েছে কিন্তু, সেটি করতে হবে কনেকে নিয়েই।

Advertisement

আরও পড়ুন: স্কুলের রাঁধুনী থেকে অঙ্কের শিক্ষক! ব্ল্যাকবোর্ডে অঙ্ক করে তাক লাগিয়ে দিলেন

এছাড়াও বরকে নিয়মিত ভাবে জিমে যেতে হবে। কনে প্রতিদিন খাবার বানাতে পারবেন না, তাই রবিবারের সকালের ব্রেকফাস্ট বরকেই বানাতে হবে। বরকে প্রতিটি পার্টিতে অনেক ভালো ছবি তুলে দিতে হবে কনের। এছাড়াও ১৫ দিন অন্তর অন্তর কনেকে নিয়ে ঘুরতে যেতে হবে। চুক্তিপত্রের এমন বেশ কয়েকটি শর্তে রাজি হলেই কনে বিয়ে করবেন।

আরও পড়ুন: তাঁর নামে গরুর নামকরণ! বেজায় খুশি হিরো আলম

Advertisement

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, বর প্রথমে অবাক হয়ে যান সেই চুক্তিপত্র দেখে। কিন্তু, তিনি বুঝতে পারেন না ঠিক কী করবেন? এরপর বউয়ের মুখের দিকে তাকিয়ে তিনি সই করে দেন চুক্তিপত্রে। নেটিজেনরাও বেশ অবাক হয়েছেন কনের এমন কাণ্ড দেখে।