ভাইরাল রাজুদা: তেলছাড়া পরোটা থেকে লাখ টাকার লক্ষ্মীলাভে এবার টিভির পর্দায়!
Connect with us

ভাইরাল

ভাইরাল রাজুদা: তেলছাড়া পরোটা থেকে লাখ টাকার লক্ষ্মীলাভে এবার টিভির পর্দায়!

ফুড ব্লগারদের ভিডিও এবং পোস্টের মাধ্যমে রাজুদার গল্প ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। একসময় যেখানে রাজুদা তার সাদাসিধে দোকানে ক্রেতাদের ভিড় সামলাতেন, এখন ব্লগারদের ভিড় এবং অতিরিক্ত মনোযোগের কারণে তাঁকে স্থান পরিবর্তন করতে হয়েছে।

Published

on

ভাইরাল রাজুদা
নয়া অবতারে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদা

ডিজিটাল ডেস্ক : শিয়ালদার ষ্টেশন মার্কেটে তেলছাড়া পরোটা আর আনলিমিটেড তরকারির জন্য পরিচিত পরোটা বিক্রেতা রাজুদা (Viral Raju da) এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। ফুড ব্লগারদের ভিডিও এবং পোস্টের মাধ্যমে রাজুদার গল্প ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। একসময় যেখানে রাজুদা তার সাদাসিধে দোকানে ক্রেতাদের ভিড় সামলাতেন, এখন ব্লগারদের ভিড় এবং অতিরিক্ত মনোযোগের কারণে তাঁকে স্থান পরিবর্তন করতে হয়েছে। তবে এর পরেও তাঁর জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি।

রাজুদার পরোটার দাম একসময় ছিল ৩০ টাকা, যা এখন ৪০ টাকায় পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধি সত্ত্বেও রাজুদার খাবারের প্রতি মানুষের ভালোবাসা একই রকম রয়েছে। সম্প্রতি, রাজুদার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। ছোটপর্দায় তিনি হাজির হয়েছেন সান বাংলার জনপ্রিয় গেম শো “লাখ টাকার লক্ষ্মীলাভ”-এ। এখানে তাঁকে দেখা গেছে হলুদ পাঞ্জাবি এবং মোদী কোটে, যা একদম ভিন্ন এক রাজুদাকে ফুটিয়ে তুলেছে।

আরোও পড়ুন – গুগল ইন্ডিয়ার (Google India) এখন দায়িত্ব সামলাবেন এই নারী! পরিচয় জেনে রাখুন

রাজুদার সঙ্গে এই শো-তে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অপর্ণা। এছাড়াও শো-তে ছিলেন আমেরিকান দাদা দীপঙ্কর অধিকারী এবং খিচুড়ি-বিরিয়ানির জন্য ভাইরাল হওয়া অরুণদা। ১২ই ডিসেম্বর অনুষ্ঠিত শুটিংয়ে রাজুদা ও অপর্ণা তাদের সেরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত আমেরিকান দাদা ও তাঁর স্ত্রী বিজয়ী হন। দীপঙ্করের কথায়, “জয়টা আমাদের হলেও প্রকৃত বিজয়ী ছিলেন রাজুদা ও অপর্ণা বৌদি। তাঁদের সাদাসিধে ব্যবহার ও আন্তরিকতায় আমরা মুগ্ধ।”

গেম শো চলাকালীন, রাজুদার মধ্যে খানিকটা নার্ভাসনেস লক্ষ্য করা গেলেও তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি। তাঁর কথায়, “মানুষের ভালোবাসার জন্যই আমি এত দূর আসতে পেরেছি।” এই ভালোবাসা তাঁকে একজন সাধারণ পরোটা বিক্রেতা থেকে সোশ্যাল মিডিয়া সেনসেশন এবং এখন ছোটপর্দার পরিচিত মুখে পরিণত করেছে।

Advertisement

আরোও পড়ুন – দুর্দান্ত খবর! এবার ক্যান্সারে বিনা খরচে ভ্যাকসিনের আশ্বাস! বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা

“লাখ টাকার লক্ষ্মীলাভ” গেম শোটি সান বাংলার নতুন এক উদ্যোগ, যা গ্রাম ও শহরের সংগ্রামী মহিলাদের গল্প তুলে ধরছে। সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় এই শো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। রাজুদা এবং অন্যান্য অংশগ্রহণকারীদের গল্প এই শো-কে আরও আকর্ষণীয় করে তুলেছে।

রাজুদার যাত্রা শুধুমাত্র একটি সাধারণ ব্যবসায়ীর গল্প নয়; এটি মানুষের অনুপ্রেরণা ও আত্মপ্রত্যয়ের উদাহরণ। শিয়ালদার গলি থেকে ছোটপর্দার আলোয় পৌঁছানো রাজুদার এই যাত্রা প্রমাণ করে যে সঠিক প্রচেষ্টা এবং মানুষের সমর্থন দিয়ে জীবনে সবকিছু সম্ভব। তাঁর গল্প আমাদের দেখায়, সাফল্যের জন্য দরকার নিজের কাজের প্রতি ভালোবাসা এবং মানুষের আস্থা অর্জনের ক্ষমতা।

Continue Reading
Advertisement

Copyright © 2024 Bengal Xpress Media.