ভাইরাল খবর
উলঙ্গ গাছ আঁকড়ে যুবক, ভাইরাল ভিডিও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উলঙ্গ অবস্থায় গাছ আঁকড়ে যুবক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ১০ মিটার উঁচু ওই গাছের ওঠার অপরাধে তাঁকে ধরে পুলিশ। পরে অবশ্য ওই ব্যক্তিকে জরিমানা দিতে হয়।
ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার বালিতে। তাবাননের কেলিসি কেলোদ গ্রামে একটি পবিত্র গাছ রয়েছে। স্যামুয়েল লকটন নামের একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি শার্ট ছাড়াই একটি গাছে উঠে ভিডিওটি তৈরি করেছেন। পরে তিনি এই ভিডিও টিকটকে শেয়ারও করেন। স্যামুয়েলের এমন কর্মকাণ্ড দেখে রীতিমত ক্ষিপ্ত ওই এলাকা বাসিন্দারা। পবিত্র গাছে ওঠার জন্য তারা স্যামুয়েলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে। তাবানানের পুলিশ প্রধান, পুলিশ গ্র্যান্ড কমিশনার অ্যাডজুট্যান্ট রানেফ্লাই ডায়ান ক্যান্দ্রা বলেন- ওই গ্রামের লোকজন বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন।
পুলিশের কাছে অবশ্য পরে নিজের ভুল স্বীকার করেন ওই ব্যক্তি। সঙ্গে তাঁকে দিতে হয় ৫০০ টাকা ক্ষতিপূরণ। তবে এই ধরনের ঘটনার কারণে স্থানীয়রা ওই যুবকের কাছে ৩ হাজার টাকা দাবি করেন। ওই যুবকের কাছে ছিল ৮০০ টাকা, আগামী সপ্তাহের মধ্যে বাকি টাকা মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ওই যুবক।