বিনোদন
ভিকির সহধর্মিনী এবার সানিয়া!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত ৯ ডিসেম্বরই চার হাত এক হয়েছে ভিকি-ক্যাটের। দু’জনের অনুগামীদের বহু জল্পনা-কল্পনার ইতি ঘটেছে গত বৃহস্পতিবার। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মেহেন্দি থেকে শুরু করে গায়ে হলুদের বিভিন্ন মুহূর্ত। আর তার সাথে সাথে বিয়ের ছবিতেও এই জুটিকে ভালো লেগেছে।
সবেমাত্র বিয়ে সেরে ভিকি-ক্যাট মুম্বই ফিরেছেন। বিয়ের রেশ এখনও ভালোভাবে কাটেনি। তার মধ্যেই ভিকি জানালেন এবার তাঁর স্ত্রী হচ্ছেন সানিয়া মালহোত্রা! শুনে চমকাবেন না। রিয়েল লাইফে নয়। রিল লাইফে। আসলে ভিকি তাঁর আসন্ন ছবির দুই প্রধান অভিনেত্রীর নাম বলেছেন। যেখানে তারঁ স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন সানিয়া মালহোত্রা। ভিকি কৌশলের আগামী ছবির নাম ‘সাম বাহাদুর’। এই ছবির প্রযোজক ও নির্দেশক হলেন মেঘনা গুলজার। মেঘনার জন্মদিনের দিন ভিকি তাঁর নতুন মুভির কথা বলতে গিয়ে এই ছবির প্রধান দুই অভিনেত্রীর নাম জানালেন।
জানা গিয়েছে ‘দঙ্গল ‘এর পর আবার একসঙ্গে এই মুভিতে কাজ করবেন সানিয়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখ। এই দু’জনকেই দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ফিল্ড মার্শাল সাম মানেকশর চরিত্রে অভিনয় করবেন স্বয়ং ভিকি। ভিকির স্ত্রী অর্থাৎ সামের স্ত্রী শিল্লু মানেকশর চরিত্রে দেখা যাবে সানিয়া মালহোত্রাকে। এবং ইন্দিরা গান্ধীর চরিত্রটি ফাতিমা সানা শেখ ফুটিয়ে তুলবেন পর্দায়। এই দুই অভিনেত্রী নিজেদের চরিত্র নিয়ে খুশি। মেঘনা নিজেই খুব উত্তেজিত সানিয়া আর ফাতিমাকে পেয়ে। তিনি এই কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন। ১৯৭১ এর যুদ্ধকেও মাথায় রেখেই এই ছবি তৈরি করেছেন মেঘনা।