প্রয়াত হলেন প্রবীণ আরএসপি নেতা অবনী রায়, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

প্রয়াত হলেন প্রবীণ আরএসপি নেতা অবনী রায়, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রয়াত হলেন প্রবীণ বামপন্থী নেতা অবনী রায়। জাতীয় রাজনীতিতে ‘অজাত শত্রু’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। বৃহস্পতিবার দিল্লিতে প্রবীণ আরএসপি নেতা তথা প্রাক্তন সাংসদের মৃত্যু হয়। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ২০১৬ সালের জুন মাসে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই থেকেই তিনি অসুস্থ ও প্রায় শয্যাশায়ী ছিলেন। ১৯৫৯ সালে যুবক অবস্থাতেই আরএসপিতে যোগ দেন তিনি। দেশে বামপন্থী আন্দোলন গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। রাজনীতির কারণে বিয়েও করেননি। অবনী রায় তিনবার রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ দিন আরএসপি-র সর্বভারতীয় মুখ হিসেবে পরিচিত ছিলেন।

একটা সময় আরএসপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। ১৮৭৮ সালে কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। এর পরে ১৯৯৮ থেকে ২০১১ রাজ্যসভার সাংসদ ছিলেন। অবনী রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘প্রবীণ আরএসপি নেতা অবনী রায় রাজ্যসভার সাংসদ ছিলেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। আমি অবনী রায়ের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

Advertisement