বাংলার খবর
প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত রবিবারই প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। গোটা দেশের সঙ্গে বাংলার মানুষও এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। তারমধ্যেই আরও এক নক্ষত্র পতন। প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘ দিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। কোভিড থেকে সুস্থ্য হয়ে উঠলেও তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই অভিনেতা। একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করে। শেষে শুক্রবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সত্যজিৎ রায়, তপন সিনহার মতো কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন ভীষ্ম গুহঠাকুরতা। অভিনয়ের পাশাপাশি তিনি খুব ভালো রবীন্দ্র সঙ্গীত গাইতেন। ভালো পিয়ানো বাজাতেন এবং ছবিও আঁকতেন। সমান পারদর্শী ছিলেন ক্রিকেটেও। দক্ষিণীর প্রতিষ্ঠাতা শুভ গুহঠাকুরতা ছিলেন তাঁর বাবা। তাঁর স্ত্রী দূরদর্শনের জনপ্রিয় সঞ্চালিকা শাশ্বতী গুহঠাকুরতা। পরে যদিও তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। সত্যজিৎ রায় সম্পর্কে তাঁর মামা ছিলেন।
‘নষ্টনীড়’ নাটকে অভিনয়ের সুবাদে তপন সিনহার চোখে পড়ে যান ভীষ্ম। তপন সিনহার ‘রাজা’ ছবিতে প্রথম অভিনয় করেন। এর পর তপন সিনহার ‘হারমোনিয়াম’, ‘আতঙ্ক’, ‘অন্তর্ধান’, ‘বৈদুর্য রহস্য’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘বাঞ্ছারামের বাগান’ ছবিতে অভিনয় করেছেন। সত্যজিৎ রায়ের ‘গুপী বাঘা ফিরে এলো’, ‘গণশত্রু’, ‘শাখা-প্রশাখা’-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ‘আতঙ্ক’ ছবিতে সুমন্ত মুখোপাধ্যায়ের সহযোগী হিসেবে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তাঁর মামাতো ভাই সন্দীপ রায়ের ‘ফটিকচাঁদ’ সহ একাধিক ছবিতেও অভিনয় করেছেন। শুক্রবার হাসপাতালে তাঁকে শেষদেখা দেখতে গিয়েছিলেন সন্দীপ রায়। বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে বাংলার শিল্পী মহলের পাশাপাশি শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর শোকবার্তায় বলেছেন, ‘বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি শুক্রবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র গণশত্রু, শাখাপ্রশাখা, গুপী বাঘা ফিরে এলো, অন্তর্ধান, বৈদূর্য্য রহস্য, ফটিকচাঁদ, আদালত ও একটি মেয়ে, হারমোনিয়াম, বাঞ্ছারামের বাগান ইত্যাদি। তাঁর প্রয়াণে অভিনয় জগতের ক্ষতি হল। আমি ভীষ্ম গুহঠাকুরতার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’