বিনোদন
অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি বর্ষীয়ান অভিনেতা অমল পালেকর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত রবিবারই প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি দেশবাসী। তার মধ্যেই এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা অমল পালেকার। পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন স্ত্রী সন্ধ্যা গোখলে।
দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন ৭৭ বছর বয়সি অভিনেতা। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে এই মুহূর্তে তিনি ভালো আছেন। অভিনেতার স্ত্রী জানিয়েছেন, ‘অমোলের স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগের থেকে এখন অনেকটাই ভালো আছে।’ অসুস্থতার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও গত বছর ‘২০০ হল্লা হো’ ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবির মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও ক্যামেরার সামনে ফেরেন তিনি। ‘গোলমাল’, ‘রজনীগন্ধা’, ‘ছোটি সি বাত’, ‘চিতচোর’ এর মতো হিট ছবিতে অভিনয় করেছেন অমল পালেকর।