বিষধর সাপের কামড়ে মৃত্যু ছাত্রের, আশঙ্কাজনক ৩
Connect with us

দেশের খবর

বিষধর সাপের কামড়ে মৃত্যু ছাত্রের, আশঙ্কাজনক ৩

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বয়েজ হোস্টেলের ভিতরে বিষধর সাপের আনাগোনা। রাতের অন্ধকারে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি তিনজন ছাত্র। ঘটনায় হাসপাতালে নেওয়ার পথেই প্রাণ হারিয়েছে আরও একজন ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের বিজিয়নগ্রাম (Vizianagaram district) জেলার কুরুপাম এলাকায় (Kurupam)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার জ্যোতিবা ফুলে অনগ্রসর শ্রেণি কল্যাণ আবাসিক বালক বিদ্যালয়ের ছাত্রআবাসনের ভিতরে এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় বিষধর সাপের কামড়ে জখম হয়েছে অষ্টম শ্রেণির চার পড়ুয়া। অবশ্য তাঁদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

এই ঘটনায় বাকি দুজনের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সকলেই স্থানীয় বিজিয়নগ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

এদিকে কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অনগ্রসর সম্প্রদায় কল্যান মন্ত্রকের মন্ত্রী।