প্রেম বড় বালাই! হবু স্ত্রীকে 'উপহার' দিতে চাঁদে জমি কিনে দিলেন যুবক
Connect with us

দেশের খবর

প্রেম বড় বালাই! হবু স্ত্রীকে ‘উপহার’ দিতে চাঁদে জমি কিনে দিলেন যুবক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভালোবাসার জন্য মানুষ কি-না করতে পারে। সেই প্রাচীন কাল থেকেই ইতিহাস সাক্ষী রয়েছে প্রিয়তমাকে কাছে পেতে কি অসাধ্য সাধন করেছে প্রেমিকরা। একবিংশ শতকে এসে দাঁড়িয়েও ভালোবাসার মানুষটির জন্য আকাশের চাঁদ-তারা এনে দিতেও দু’বার ভাবেন না প্রেমিকরা। নিজের ভালোবাসা উজাড় করে দিতে আকাশের চাঁদ,তারা!

এতদূর পড়ে বিষয়টি আপনার হাস্যকর মনে হলেও লেখাটা যতটা হাসির, ঘটনাটি ততটাই বাস্তব। প্রিয়তমাকে বিয়ের উপহার হিসেবে চাঁদে জমি কিনে দিলেন হবু স্বামী। ভাদোদরার ওই ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে এনগেজমেন্ট করেন। আর সেখানেই তাঁকে উপহার হিসেবে চাঁদে জমি কিনে দেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: রাত পোহালেই দোল, শিশুদের মন জিততে বাজার মাত করছে ‘পুষ্পা’ পিচকারী

Advertisement

জানা গিয়েছে, ময়ূর প্যাটেল নামের বছর ২৫-এর ওই ব্যবসায়ী এদিন তাঁর হবু স্ত্রী হেমালি প্যাটেলের নামে চাঁদে একটুকরো জমি কেনেন। আর সেটাই ছিল তাঁর হবু স্ত্রীকে দেওয়া বিয়ের সেরা উপহার। আরও জানা গিয়েছে, হেমালি প্যাটেল ইঞ্জিনিয়র হিসেবে ভাদোদরার একটি সংস্থায় কর্মরত। গত দু’বছর ধরে তিনি ময়ূর প্যাটেলের সঙ্গে প্রণয় সম্পর্কে রয়েছেন। খুব শীঘ্রই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

এদিকে চাঁদে নিজের নামে জমি পেয়ে উচ্ছ্বসিত হেমালি জানিয়েছেন, যখনই তিনি জানতে পারেন তাঁর হবু স্বামী কোনও সোনা বা হীরের গয়না নয়, বিয়ের উপহার হিসেবে তাঁর জন্য চাঁদে জমি কিনে দিয়েছেন। সেই জমির কাগজপত্র হাতে পেতে আবেগ আর উচ্ছ্বাসে আপ্লুত হয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, চাঁদে জমি কেনার বিষয়ে এদিনই লিখিত কাগজপত্র হাতে পান হেমালি। শুধু তাই নয় এবার থেকে তিনি হলেন আকাশের সীমানা পেরিয়ে মহাকাশের একটুকরো জমির মালিক।

আরও পড়ুন: উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল কমিশন, সম্ভাবনা রয়েছে উচ্চমাধ্যমিকের সময়সূচি বদলের

Advertisement

অন্যদিকে, ‘দ্য আউটার স্পেস ট্রিটি অফ ১৯৬৭’ নামে একটি আন্তর্জাতিক চুক্তি মানবজাতির একটি সাধারণ ঐতিহ্য হিসাবে উদ্ধৃত করে কোনও ব্যক্তি বা সংস্থাকে কোনও স্বর্গীয় বস্তুর দাবি করা থেকে নিষিদ্ধ করেছে।