দেশের খবর
সোমবার থেকে কলকাতার স্কুলে স্কুলে শুরু হচ্ছে টিকাকরণ! ঘোষণা মেয়রের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের পাশাপাশি রাজ্যেও উদ্বেগ বাড়ছে করোনা এবং ওমিক্রন। ২৫ ডিসেম্বরের পর থেকেই রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বুধবারই রাজ্যে নতুন করে ৫ জনের শরীরে মিলেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের হদিশ।
এই মুহূর্তে রাজ্যে ওমিক্রনে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। এর মধ্যেই আগামী ৩ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে কলকাতার স্কুলে স্কুলে পড়ুয়াদের করোনার টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যে সমস্ত স্কুলগুলিতে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হবে টিকা। বুধবার পুরসভায় টিকাকরণ সংক্রান্ত বৈঠকের পর ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, সোমবার কলকাতা পুরসভার অন্তর্গত ১৬টি বরোয় ১৬টি বিদ্যালয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচির সূচনা হবে। তা ছাড়া ১৬টি বরোর অন্তর্গত ১৭টি কোভিড টিকাকরণ কেন্দ্র থেকেও কোভ্যাক্সিন দেওয়া হবে।
৪ জানুয়ারি থেকে ৫০টি বিদ্যালয়ে চালু হবে টিকাকরণ। অন্যান্য জেলা থেকে কলকাতার স্কুলগুলিতে পড়তে আসা পড়ুয়াদেরও টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। তার জন্য সমস্ত স্কুলকে পরিকাঠামো তৈরি রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। বেসরকারি স্কুলগুলোতে চিকৎসক থাকলেও এই টিকাকরণ কর্মসূচিতে সরকারি স্কুলগুলোতেও চিকিৎসক রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র এবং ডেপুটি মেয়র। কলকাতার মোট ২৭ টি সেন্টার ও স্কুলে এখন কোভ্যাক্সিন টিকা দেওয়া হবে। সামনেই নিউ ইয়ার। তাই নতুন বছরের উদযাপন অনুষ্ঠানে অযথা মানুষকে রাস্তায় ভিড় না করার পরামর্শ দিয়েছেন মেয়র। মানুষকে সচেতন করতে মাইকিং করা হবে বলে জানান কলকাতার মেয়র। সেইসঙ্গে বাইরে থেকে আসা মানুষদের বাড়িতে অন্তত সাত দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।