ভাইরাল খবর
ভায়াগ্রার ওভারডোজ, তারপর কি হল জানেন…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিয়ের পর থেকেই চরম বিপাকে উত্তরপ্রদেশের বছর ২৮-য়ের যুবক। ভর্তি হতে হয় হাসপাতালে। প্রশ্ন কি এমন হল, যাতে বিয়ের তিনমাসের মাথায় ওই যুবককে হাসপাতালে ভর্তি হতে হল?
উল্লেখ্য, ২৮ বছর বয়সী ওই যুবক বিয়ের কয়েকদিন পর ভায়াগ্রার ওভারডোজ নেন। প্রথমে ২৫ থেকে ৩০ মিলিগ্রাম ভায়াগ্রা খাওয়া শুরু করেন। তারপর বন্ধুদের পরামর্শে ২০০ মিলিগ্রাম ভায়াগ্রা খেয়ে ফেলেন। এরপরই তাঁর অবস্থার অবনতি হয়। অতিরিক্ত এই ওষুধ সেবনে কী হতে পারে তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন ওই যুবক। সদ্যবিবাহিত ওই যুবক এখন হাসপাতালে। এদিকে বরের এমন কাণ্ড দেখে বাপের বাড়িতে চলে গেলেন স্ত্রী।
এদিকে চিকিৎসকের কথায়, আজীবন গোপনাঙ্গের অস্বস্তিতে ভুগতে হবে ওই যুবককে। এমনকি পাবলিক প্লেসে যাওয়ার জন্য আঁটসাঁট পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। তবে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। চিকিৎসকদের মতে, এই ওষুধ ৫০ মিলিগ্রামের বেশি সেবন করা একেবারেই উচিত নয়। এর মাত্রা বেশি হলেই দেখা দিতে পারে এই সকল সমস্যা। এমনকি কার্ডিয়াক সমস্যা বা হার্টের সমস্যা থেকে প্রাণঘাতীও পর্যন্ত হতে পারে।
প্রয়াগরাজের বৃহত্তম সরকারি হাসপাতাল মতিলাল নেহরু মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান ডাঃ দিলীপ চৌরাসিয়া জানান, দুই মাস আগে ওই যুবক তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। রোগী আগে থেকে ভায়াগ্রা সেবন করতেন এবং বিয়ের পর ডোজ বাড়িয়ে দেন। ফলে তাঁর সহবাসের ক্ষমতা হারিয়ে যায়।