মাঝ রাস্তায় চলন্ত ট্রাকে আগুন, বরাতজোরে বাঁচলেন চালক-খালাসি
Connect with us

দেশের খবর

মাঝ রাস্তায় চলন্ত ট্রাকে আগুন, বরাতজোরে বাঁচলেন চালক-খালাসি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভোটের ফলাফলের দিনেই উত্তরপ্রদেশে (Uttarpradesh) মর্মান্তিক ঘটনা। মাঝ রাস্তাতেই চলন্ত ট্রাকে আগুন লেগে গিয়ে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের পিলভিত জাতীয় সড়কে। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি উত্তরাখণ্ড (Uttarakhan) থেকে লখিমপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই মাঝপথে গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়।

যদিও এই ঘটনায় দমকল বাহিনীতে খবর দেওয়া হলেও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও সেই সময় ওই জাতীয় সড়ক দিয়ে ভোটকেন্দ্রে গণনার জন্য যাচ্ছিলেন বুথকর্মীরা। তাঁরাই দ্রুত উদ্ধারকার্যে হাত লাগান বলে জানা গিয়েছে।

ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ করেই রাস্তার মাঝখানে চলন্ত ওই ট্রাকের ইঞ্জিন থেকে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এরপর প্রাণ বাঁচাতে ওই ট্রাক থেকে ঝাঁপ দেন ট্রাক চালক এবং খালাসি। এতটাই বিধ্বংসী ভাবে আগুন জ্বলছিল যে কারও কিছু করার উপায় ছিল না। এরপর ঘটনাস্থলে চলে আসেন সেই সময় টহলে থাকা পুলিশকর্মীরা। তাঁরাই ওই চালক এবং খালাসিকে উদ্ধার করেন।

Advertisement

আরও পড়ুন: সরকার গড়ার পথে আপ, টুইট করে হার স্বীকার করলেন অমরিন্দ্রর-নভজ্যোৎ সিধুরা

এদিকে সেই সময় ভোট গণনা কেন্দ্রে যাচ্ছিলেন গৌরব পাণ্ডে নামের এক ব্যক্তি। তিনি বলেন, ”সকালবেলা গণনা কেন্দ্রে যাওয়ার সময় মাঝ রাস্তায় চলন্ত ট্রাকে হঠাৎ করেই আগুন লেগে যায়। দ্রুত সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং তারপরই ঘটনাস্থলে পুলিশ (Police) এসে উদ্ধারকার্যে হাত লাগান।

Advertisement