দেশের খবর
মনোনয়নপত্র জমা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মনোনয়নপত্র জমা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়নপত্রে যোগী তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য দিয়েছেন।সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন।
বিজেপির পাশাপাশি অন্যদলগুলিও ক্ষমতা দখলে মরিয়া। এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর শহর কেন্দ্রের প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত তথ্যও জমা দিয়েছেন যোগী। যোগী আদিত্যনাথের দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ টাকার সম্পত্তি রয়েছে।
কোনও ঋণ বা বকেয়া নেই। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী, যোগীর ১২ হাজার টাকার মোবাইল ফোন রয়েছে। এছাড়া তাঁর কাছে ১ লক্ষ টাকার একটি রিভলবার ও ৮০ হাজার টাকার একটি রাইফেল রয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে যোগীর আয় ছিল ১৩ লক্ষ ২০ হাজার ৬৫৩ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে আয় ছিল ১৫ লক্ষ টাকারও বেশি। হলফনামায় যোগী আদিত্যনাথ দাবি করেছেন, তাঁর নামে কোনও কৃষি জমি নেই। এমনকি উত্তরপ্রদেশে তাঁর নামে কোনও গাড়ি বা যানবাহন নথিভুক্ত নেই।